ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুক

প্রকাশিত: ০৭:০২, ১৩ জুলাই ২০১৮

বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুক

স্পোর্টস রিপোর্টার ॥ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ হয়ে গেছে। তিনি দক্ষিণ আফ্রিকান কোচ রায়ান লায়ার কুক। আগামী ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি হয়েছে। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট থেকেই দলের সঙ্গে থাকছেন কুক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানিয়েছে বিসিবি। শুক্রবার জ্যামাইকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি। বিসিবি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রায়ান কুকের সঙ্গে চুক্তি করেছে। এক এক করে কোচ মিলে যাচ্ছে বাংলাদেশ দলের। দলের বেহাল দশা চলছে। আফগানিস্তানের কাছে টানা হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে নাজেহাল হয়েছে বাংলাদেশ। বেহাল দশা হয়েছে। ইনিংস ব্যবধানে হার হয়েছে। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। ইংলিশ কোচ স্টিভ রোডসকে নিয়োগ দিয়েছে। এবার ফিল্ডিং কোচও পেল বাংলাদেশ দল। দেখা যাক, কি করে দল। বর্তমানে কেপটাউনে গ্যারি কার্স্টেনের ক্রিকেট একাডেমির হেড কোচ ও হাই পারফর্মেন্স ডিরেক্টর হিসেবে কাজ করছেন রায়ান। এছাড়া বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সহকারী কোচ, ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ দলের সহকারী কোচ ছিলেন তিনি। ইনজুরিতে ছিটকে গেছেন শফিউল স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন পেসার শফিউল ইসলাম। প্রথম টেস্টে তার খেলা হয়নি। পেসারদের আধিপত্যে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা ছিল। কিন্তু ইনজুরিতে ছিটকেই গেলেন শফিউল। পায়ের গোড়ালিতে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন শফিউল। অথচ রুবেল হোসেনের বদলি হয়ে জ্যামাইকা টেস্টে শফিউল ইসলামের থাকা অনেকটাই নিশ্চিত ছিল। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দেয়া তথ্য মতে গত মঙ্গলবার দলীয় অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান শফিউল। ফলে তাকে ৩-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
×