ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

প্রকাশিত: ০৬:৫২, ১৩ জুলাই ২০১৮

শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১২ জুলাই ॥ ‘গুণগত শিক্ষা নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে এসএসসি পরীক্ষার ফল উন্নয়ন ও আগামী বছর ভাল ফল অর্জনের জন্য করণীয় সম্পর্কে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। আরও বক্তব্য দেন নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আহসানুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, বিল্লাল হোসেন ও শহীদ উল্লাহ বিএসসি প্রমুখ। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১শ’ মহিলাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, লাভলী আক্তার প্রমুখ।
×