ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৫২, ১৩ জুলাই ২০১৮

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ জুলাই ॥ বাবাকে হত্যার দায়ে শ্যামল চন্দ্র দাস (৫৫) নামে এক ছেলেকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ নূর আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ৯ আগস্ট শ্যামল চন্দ্র দাস ও তার বাবা জয়কান্ত দাস শহরের শীতলপুর এলাকায় মনজিত কুমার সাহার ভাড়া করা ধানের খোলায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। ওই সময় বেতনের ৪ হাজার টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলে শ্যামল তার বাবা জয়কান্তকে হত্যা করে। বাগেরহাটে ট্রাক মাইক্রো সংঘর্ষে ব্যবসায়ী নিহত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মোকারম হোসেন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন যাত্রী। বৃহস্পতিবার সকালে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা মাইক্রোবাসের যাত্রী। নিহত মোকারম হোসেন ফরিদপুর জেলার কানাইপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন-ফরিদপুরের মনির, কামাল ও ফয়সাল। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ীর উপজেলার মেরীরহাট বাঘমারা ব্রিজ এলাকায় বুধবার রাতে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে অটোবাইক ও সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাইদার রহমান (৫০) নিহত এবং ৩ জন আহত হয়েছে। সাইদার রহমান ওই উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাসেরভিটা গ্রামের মৃত বয়েন উদ্দিন ব্যাপারির ছেলে।
×