ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় ফেরি চলছে বিকল্প চ্যানেলে

প্রকাশিত: ০৬:৫২, ১৩ জুলাই ২০১৮

শিমুলিয়ায় ফেরি চলছে বিকল্প চ্যানেলে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ/ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ¯্রােতের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে অবশেষে বিকল্প চ্যানেলে চলছে ফেরি। বুধবার পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার চ্যানেলটি খুলে দেয়া হয়েছে। এখন একমুখীভাবে ফেরি চলাচল করছে এ নৌরুটে। তবুও শত শত ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যানজটে আটকে থাকা ছোট ছোট গাড়ি ও যাত্রীবাহী পরিবহনগুলো যানজটমুক্ত হয়ে ফেরিতে পদ্মা নদী পার হয়েছে। বিআইব্লিউটিএর এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, বর্তমান রার্নিং চ্যানেল লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণাবর্ত ও প্রবল ¯্রােতের কারণে গত বেশ কিছু দিন ধরে ফেরি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। ফেরিগুলো ¯্রােত ঠেলে চ্যানেল পারি দিতে পারছিল না। বিআইডব্লিউটিএ বৃহস্পতিবার হতে গতবারের বিকল্প চ্যানেলটি পুরোপুরি খুলে দেয়। সকাল হতেই লৌহজং টার্নিং পয়েন্টে ৩ কিমি নদীতে বিকল্প এ চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে। একমুখীভাবে ফেরি চলাচল করায় ফেরিগুলোকে আর এখন লৌহজং টার্নিং পয়েন্টের ¯্রােতের প্রতিকূলে যেতে হচ্ছে না। তবে অনেকটা পথ ঘুরে চলায় ফেরি চলাচলে আগের থেকে কিছুটা সময় লাগছে বেশি। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমলেও সকাল থেকে প্রায় সব কটি ফেরি চলাচল করছে। শিমুলিয়া পার্কিং ইয়ার্ড থেকে অনেক পণ্যবাহী ট্রাক পার করা হলেও মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো এখন পার্কিং ইয়ার্ডে ঢুকছে। তাই পার্কিং ইয়ার্ড খালি না হলেও পারাপারের অপেক্ষায় থাকা পণ্যাবাহী ট্রাকের জট কমে আসছে।
×