ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে গোপন বৈঠক ॥ ১৫ জামায়াত-শিবির কর্মী আটক

প্রকাশিত: ০৬:৫০, ১৩ জুলাই ২০১৮

চাঁপাইয়ে গোপন বৈঠক ॥ ১৫ জামায়াত-শিবির কর্মী আটক

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা নামোটোলা এলাকার একটি মসজিদের ভেতরে বুধবার রাতে দলীয় বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ হতে বেশকিছু দলীয় বই জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার আবু বক্কর ওরফে জেন্টু (৪০), মর্দানা গ্রামের ইকবাল মাস্টার (৪৪), একই গ্রামের হুমায়ন কবির টিপু (৪৯), নজরুল ইসলাম নজু (৩৬), সেলিম রেজা (২৫), নজরুল ইসলাম (৪০), মোয়াজ্জেম হোসেন ওরফে কানু (৫৫), আলম (৫০), গোলাম মোস্তফা (৩৮), দেলজাহান ওরফে ঝড়ু (৬৫), আবদুল লতিফ (৫২), ভাদু (৫০), আবদুর রশিদ ওরফে ওহাব (৩৬), আবু বক্কর ওরফে মন্টু (৪৫), একবর আলী (৪২)। খুবির ৬ শিক্ষার্থী স্বর্ণপদক পাচ্ছেন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত ২০১৭ সালের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তাদের মনোনয়ন চূড়ান্ত করে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে খুবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়। এরা হলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে স্নাতক (সম্মান) শ্রেণীতে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী পদার্থবিজ্ঞানের রাহাত আলী, জীববিজ্ঞানের জিনাত সুলতানা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসনের আসিফ সারোয়ার, কলা ও মানবিক স্কুলের ইংরেজীর তুশমিত মেহেরুবা আঁকা, সমাজ বিজ্ঞানের তহমিনা ইসলাম এবং চারুকলা ইনস্টিটিউটের ড্রইং এ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের শাপলা সিংহ।
×