ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বালিগাঁও সেতুর পিলার ধসে যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৬:৪৯, ১৩ জুলাই ২০১৮

বালিগাঁও সেতুর পিলার ধসে যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের বেইলি ব্রিজের পিলারের কিছু অংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার বালিগাঁওয়ের বেইলি ব্রিজের পিলারের অংশ ধসে পড়ে। এতে লৌহজংয়ের সঙ্গে টঙ্গীবাড়ি ও জেলা সদর মুন্সীগঞ্জের সরাসরি যাতায়াত বন্ধ হয়ে গেছে। প্রতিদিন ব্রিজটি দিয়ে উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করে। গুরুত্বপূর্ণ ব্রিজটি বালিগাঁও থেকে লৌহজং দিয়ে মাওয়া হয়ে ঢাকা যাওয়ার একমাত্র সহজ পথ। বিকল্প কোন রাস্তা না থাকায় ভোগান্তিতে দুই উপজেলার মানুষ এবং যানবাহনের খেতেড়পাড়া ও বালিগাঁওয়ে লেগেছে বিশাল জ্যাম। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধসে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা এসে ব্রিজের পিলার সংস্কার করার জন্য কাজে লেগে পড়েছে। সওজ বিভাগের কর্মকর্তা জানান, ১১টার দিকে ওভারলোডের কারণে পিলার ভেঙ্গে ব্রিজটি দক্ষিণ দিকে কিছুটা হেলে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আমাদের অবহিত করলে আমরা ব্রিজটির সমস্যা সমাধান কাজে লেগে যাই। খুব অল্প সময়ের মধ্যে আমরা এ সমস্যা সমাধান করে যানবাহন ও দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধা করে দিতে পারব বলে আশা করছি। অচেতন অবস্থায় ৮ যাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে মহাসড়কের পাশ থেকে বৃহস্পতিবার অচেতন অবস্থায় ৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়ে সর্বস্ব লুটে নিয়ে বাসযাত্রী ওই ৮ জনকে অচেতন অবস্থায় দুটি পৃথকস্থানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জানা গেছে, বুধবার রাতে টাঙ্গাইল থেকে বাসে চড়ে কালিয়াকৈর যাচ্ছিল ওই ৮ জন। পরে অচেতন অবস্থায় যাত্রীদের ৩ জনকে গাজীপুরের কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এবং অপর ৫ জনকে খাড়াজোড়া এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
×