ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৮, ১৩ জুলাই ২০১৮

শেরপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ জুলাই ॥ শ্রীবরদীতে বিলে গোসল করতে গিয়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কাউনেরচর গ্রামে ওই ঘটনা ঘটে। এরা হচ্ছে স্থানীয় ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৭), শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ (৬)। এদিকে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শেরপুরের নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হকসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীবরদী উপজেলার কাউনেরচর গ্রামে বাড়ির পাশের কাউনের বিলসংলগ্ন মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় ৩ শিশু। সন্ধ্যার পরও ওই শিশুরা বাড়িতে ফিরে না গেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু নুর মোহাম্মদের লাশ বিলের পানিতে ভাসতে দেখে আত্মীয়-স্বজনরা। পরে নিখোঁজ অপর ২ শিশুর লাশ খুঁজতে শেরপুর ফায়ার সার্ভিসের পাশাপাশি ময়মনসিংহ থেকেও ডুবুরি দল উদ্ধার কাজ চালায়। এরপর রাত ১০টার দিকে এক শিশু ও সাড়ে ১১টার দিকে আরেক শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। মীরসরাইয়ে দুই বোন নিজস্ব সংবাদদাতা মীরসরাই থেকে জানান, অবুঝ দুই বোন খেলছিল বাড়ির পাশের পুকুর পাড়ে। ৪ বছরের ছোটবোন পানিতে পড়ে ডুবে যাচ্ছে দেখে ৬ বছরের অবুঝ বড়বোন তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দিয়ে নিজেও তলিয়ে যায়। পিতা পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুব দিয়ে সন্তানদের মৃতদেহ উদ্ধার করে। মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের কাজী গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। পাশের বাড়ির জিয়া উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। জাহাজের কর্মফেরত বাবা দুলাল মিয়া লক্ষ্য করে তার দুই শিশু পুকুর পাড়ে খেলছে। বড় মেয়েকে একটু আগে চিৎকার করতেও শুনেছিল। কিন্তু কাজের ব্যস্ততায় তা আর খেয়াল করেননি। বেশ কিছুক্ষণ হলো শিশুদের সাড়াশব্দ নেই দেখে পুকুর পাড়ে গিয়ে দেখে ছোট মেয়ে পান্না আক্তারের দেহ ভাসছে পানিতে। বড় মেয়েও নেই। এবার পানিতে ঝাঁপ দিয়ে নিজেই বড় মেয়ে ফারিয়া আক্তারের দেহ উদ্ধার করেনং। কলাপাড়া শিশু নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তিন বছরের শিশু আব্দুল্লাহ মারা গেছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুপাড়া গ্রামে বিয়োগান্তক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর বাবা মোঃ রফিক হাওলাদার। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিশু আব্দুল্লাহকে দেখতে না পেয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুর থেকে অচেতন অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। বদরগঞ্জে শিক্ষার্থী সংবাদাদাতা বদরগঞ্জ রংপুর থেকে জানান, বদরগঞ্জে নদীতে গোসল করতে নেমে আল আমিন নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঘটনাটি ঘটে বদরগঞ্জের ওপর দিয়ে বয়ে চলা যমুনাশ^রী নদীর মুন্সিপাড়া এলাকায়। আল আমিন পৌরশহরের ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। সে পৌরশহরের বালুয়াভাটা প্রফেসরপাড়ার আবু হানিফের ছেলে। একই সময় গোসল করতে নেমে তার ছোট ভাই মিরাজ হোসেন (৮) অল্পের জন্য বেঁচে যায়। রংপুর থেকে একদল ডুবুরি এসে ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে আল আমিনকে পানির নিচে বোল্ডার সরিয়ে উদ্ধার করে।
×