ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী

প্রকাশিত: ০৬:৪৬, ১৩ জুলাই ২০১৮

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১২ জুলাই ॥ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার) আনিসুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে রাবেয়া খাতুন (১২) নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। রাবেয়া খাসকাউলিয়া ইউনিয়নের মধ্যজোতপাড়া গ্রামের শহর আলীর মেয়ে ও খাসকাউলিয়া খারিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দুপুরে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ধীতপুর চরের কৈরট গ্রামের আব্দুল বারেক বেপারির প্রবাসী ছেলে দেলবার আলীর (২৮) সঙ্গে রাবেয়ার বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেয়। তিন কোটি টাকার চেক বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ উন্নয়ন কাজের জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রায় তিন কোটি টাকার চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে পরিষদের দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অতিথিদের নিয়ে চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রকল্প সভাপতিদের হাতে অনুদানের প্রথম কিস্তির এই চেক তুলে দেন। জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় এ সময় রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে মোট দুই কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
×