ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহেশপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:৪৬, ১৩ জুলাই ২০১৮

মহেশপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১২ জুলাই ॥ মহেশপুরের পুরন্দপুর মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম ওরফে নুরু নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছে। শুক্রবার ভোরের দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে। সেসময় তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ১রাউন্ড গুলি, হাসুয়া ও গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে। সে যশোরের চৌগাছা উপজেলার বন্নী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানান, মহেশপুর থানার টহল পুলিশ ভোরের দিকে খালিশপুর জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে পৌঁছে দেখতে পায় সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ বন্দুকযুদ্ধে নুরু নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। মুজিব কোর্ট নিয়ে কটূক্তিকারী যুবক আটক নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১২ জুলাই ॥ মুজিব কোর্ট নিয়ে কটূক্তিকারী শিবির নেতা সোহাগ বিশ্বাসকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, আমতলী পৌর শহরের বাসিন্দা হোটেল ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস। ঢাকা লেখাপড়া অবস্থায় ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন মুজিব কোর্ট নিয়ে কটূক্তির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার অনুমতির জন্য পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আপাতত ৫৪ ধারায় মামলা করে সোহাগ বিশ্বাসকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম দেলওয়ার হোসেন বলেন, মুজিব কোর্টকে কটূক্তি করা মানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করা, স্বাধীনতাকে অবিশ্বাস করা। মুজিব কোর্ট নিয়ে কটূক্তিকারী সোহাগ বিশ্বাসকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।
×