ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক সাধুর পাহাড়ে ধস

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ জুলাই ২০১৮

ঐতিহাসিক সাধুর পাহাড়ে ধস

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম, ১২ জুলাই ॥ হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের ঐতিহাসিক সাধুর পাহাড়ে ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড় ধসের কারণে পাহাড়ের চূড়ায় স্থাপিত সত্যানন্দ সাধু বাবাজির মন্দিরটি বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছে। জানা যায়, ব্রিটিশবিরোধী আন্দোলনে সময় সাধুর পাহাড়ে জঙ্গলে দিনের বেলায় বিপ্লবীরা আত্মগোপন করে থাকতেন। রাতের বেলায় তারা সেখানে সভা করে আন্দোলনের নীতি নির্ধারণ করতেন। হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চৌধুরীহাট বাজারের দেড় কিলোমিটার পশ্চিম পাশের্^ নির্জন পাহাড়ী জঙ্গলাকীর্ণ এলাকায় সত্যানন্দ সাধু বাবাজি সাধনা করতেন। বিপ্লবীরা ব্রিটিশ সেনাবাহিনীর কবল থেকে আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে সত্যানন্দ বাবাজির সন্ধান পেয়ে সেখানে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং পাহাড়তলী ওয়ার্ডের বিশাল জঙ্গলাকীর্ণ পাহাড়ে সত্যানন্দ বাবাজির মৃত্যুর পর তাকে সেখানে সমাহীত করা হয়। তার সমাধিস্থলটি সেই সময় থেকে সাধুর পাহাড় হিসেবে পরিচিতি লাভ করেন। এ মহাপুরুষের বাৎসরিক আবির্ভাব ও প্রয়াণ উৎসব সেখানে প্রতিবছর মহাসমারোহে উদ্যাপিত হয়। এ দুই উৎসবে এ মন্দিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। সীতাকু- শংকরমঠের পরিচালনাধীন সত্যানন্দ মঠের পাহাড়ের চূড়ায় মন্দিরসহ বাবাজির বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। উঁচু পাহাড়ের বড় এলাকাজুড়ে মন্দিরটি প্রতিষ্ঠা করা হলে প্রতিবছর বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে পাহাড় ধসে পড়ে এখন মন্দিরটি বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সাধুর পাহাড়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের জন্য পরিচালনা পরিষদ সরকারের স্বীকৃতিস্বরূপ বৃক্ষরোপণ পুরস্কার লাভ করেন। ঐতিহাসিক সাধুর পাহাড়ের গুরুত্ব অনুধাবন করে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ ১৫ লক্ষাধিক টাকা ব্যয়ে পাহাড় ধস রক্ষার জন্য নিরাপত্তা প্রাচীর নির্মাণ করে দেন। এরপরও মন্দিরের উত্তর পশ্চিম অংশের পাহাড় ধস তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থা চলতে থাকলে চলতি বর্ষা মৌসুমের মধ্যে মন্দিরটি বিলীন হওয়ার আশঙ্কা করছেন আশ্রমে আগত ভক্তরা। মন্দির পরিচালনা পরিষদের কর্মকর্তা ও চিকনদন্ডী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ অশোষ কুমার দেব জানান, সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণে সাধুর পাহাড়ে বিশাল এলাকা ধসে পড়েছে।
×