ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করিমগঞ্জে মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ জুলাই ২০১৮

করিমগঞ্জে মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ জুলাই ॥ জেলার করিমগঞ্জে অনার্স পড়ুয়া দুই ছাত্রসহ একটি নিরীহ পরিবারকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। উপরন্তু ওই পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে মূল্যবান মালামাল ভাংচুর করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষ। এ বিষয়ে নির্যাতিত পরিবারের সিদ্দিক মিয়ার স্ত্রী আছিয়া আক্তার (৫০) বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা করলে পুলিশ লুট করা গরু উদ্ধারও করেছে। বৃহস্পতিবার দুপুরে হয়রানির শিকার পরিবারটি প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মিথ্যা মামলা ও হামলার বিবরণ দিয়ে এর প্রতিকার দাবি করেছে। সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের পক্ষে আছিয়া আক্তারের ছেলে মুখলেছুর রহমান (৩২) লিখিত বক্তব্য রাখেন। এতে তিনি জানান, করিমগঞ্জের আশুতিয়াপাড়ায় গত ১৩ জুন দুপুরে বাড়িতে কোন পুরুষ লোক না থাকার সুযোগে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে তাদের প্রতিবেশী নূরুল ইসলামের চার ছেলে আলম (৪০), সাইরুল (৩৫), মানিক (২৮), আবু কালাম (২৪) এবং তাজুল ইসলামের তিন ছেলে শফিকুল ইসলাম (৩৮), আব্দুল কাদির (২৮) ও জাহাঙ্গীর (৩৯) অতর্কিতে বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে ৫০-৬০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সময় ২০ হাজার টাকা লুট করে। এ সময় সিদ্দিক মিয়ার স্ত্রী আছিয়া আক্তার বাধা দিলে তাকে মারপিটসহ শ্লীলতাহানি করে। এরপর দু’টি দুগ্ধবতী গাভীসহ প্রায় দুই লাখ টাকা দামের তিনটি গরু হামলাকারীরা লুট করে নিয়ে যায়। পরদিন আছিয়া আক্তার বাদী হয়ে করিমগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ লুট করা তিনটি গরু উদ্ধার করে।
×