ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবির সোহরাওয়ার্দী হল থেকে গাঁজাসহ ৫ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ জুলাই ২০১৮

চবির সোহরাওয়ার্দী হল থেকে গাঁজাসহ ৫ শিক্ষার্থী  আটক

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল থেকে ৫ জনকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হলের ১৫১ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় তাদের। আটকরা হচ্ছে ২০১৫-১৬ সেশনের অর্থনীতি বিভাগের রবিউল ইসলাম আপেল, ২০১৪-১৫ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুমন ত্রিপুরা, একই সেশনের বাংলা বিভাগের এনামুল হাসান খান, ফার্সি ভাষা ও সাহিত্যের মইনুদ্দীন আমানুল্লাহ এবং বাংলা বিভাগের আবদুল্লাহ আল তামজিদ। আটকের পর তাদের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্বদানকারী সহকারী প্রক্টর লিটন মিত্র ও নিয়াজ মোরশেদ রিপন জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ ৫ জনকে গাঁজা সেবনরত অবস্থায় ও গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। প্রক্টর আলী আজগর চৌধুরী যোগ করে বলেন, মাদক সেবনককারী যেই হোক না কেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আইনানুগ ব্যবস্থা ছাড়াও তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়া হবে।
×