ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়কে চার বছর কাদাপানি ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ জুলাই ২০১৮

সড়কে চার বছর কাদাপানি ॥ চরম দুর্ভোগ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ মহাদেবপুরে চার বছর ধরে রাস্তায় কাদাপানি জমে থাকায় এলাকার কয়েক শ’ পরিবার চরম ভোগান্তিতে রয়েছে। মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর ইউনিয়নের খাপড়া মোড় থেকে ফাজিলপুর জেলেপাড়া পর্যন্ত অর্ধকিলোমিটার গ্রামীণ কাঁচা সড়কে জমে থাকা কাদাপানি মারিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং এলাকার সব শ্রেণী-পেশার মানুষ চরম কষ্টে যাতায়াত করছে। ফাজিলপুর জেলেপাড়ার বাসিন্দা সোহরাব হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলালসহ স্থানীয় মেম্বারের কাছে জলমগ্ন কাদাপানিতে ভরা রাস্তাটি সংস্কারের জন্য বহুবার বলেছি। তারা রাস্তার দুর্দশা এবং জনভোগান্তি প্রত্যক্ষ করে ৪/৫ বছর ধরে একাধিকবার এ সমস্যা সমাধানের অঙ্গীকার করলেও আজও এ সমস্যা সমাধানে দৃশ্যমান কাজ করেনি তারা। জেলেপাড়ার বাসিন্দা গৃহিণী রুবিয়া আক্তার জানান, যখন ভোট লাগে তখন প্রার্থীরা ভোটের আশায় ভোটারের বাড়ি বাড়ি গিয়ে রাস্তাঘাট সংস্কারসহ নানা উন্নয়নের কথা বললেও সামান্য অর্ধকিলোমিটার রাস্তা সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধির কাছে গিয়েও তারা বার বার হতাশাগ্রস্ত হয়ে ফিরে এসেছে। কোন জনপ্রতিনিধি রাস্তাটি মেরামত অথবা সংস্কারের উদ্যোগ ৪/৫ বছরেও নেয়নি। এ পাড়ার অপর গৃহবধূ রবিজান বেগম জানান, তারা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে চাইলে ভাল কাপড়চোপড় ব্যাগে ভরে নিয়ে পানিকাদার এ রাস্তা পার হওয়ার পর অন্য বাড়িতে এসব কাদামাখা কাপড়চোপড় বদলিয়ে আত্মীয় বাড়িতে যেতে হয়। চরম দুর্ভোগে এলাকাবাসী রাস্তাটির কারণে দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দেখেও যেন না দেখার ভান করে চলেছে। জেলেপাড়ার বাসিন্দা মাজেদ আলী জানান, সারা বছর রাস্তাটিতে কাদা আর পানি জমে থাকায় একদিকে যেমন যাতায়াতের সমস্যা হচ্ছে তেমনিভাবে স্থানীয় মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রেও চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ পাড়ার ১ম শ্রেণীর স্কুলছাত্রী লাভলী আক্তার জানায়, কাদাপানিতে ভরে থাকা এ রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় দিনই জামা কাপর ভিজে স্কুলে যেতে চরমভাবে কষ্ট পেতে হয়। অনেক সময় স্কুলে যাওয়া হয় না। কলেজছাত্র প্লাবন জানায়, বিশেষ করে সারা বছর প্রায় অর্ধকিলোমিটার এ কাঁচা সড়কের ওপর কাদা পানি জমে থাকার ফলে জেলেপাড়ার শিক্ষার্থীরা স্কুল ও কলেজবিমুখ হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে ও শিক্ষার্থীসহ এলাকাবাসীর স্বার্থে দ্রুত সময়ে রাস্তাটি সংস্কারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ জানান, এ রাস্তা বিষয়ে তিনি অবগত নন। দ্রুত সময়ে এ রাস্তাটি মেরামতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
×