ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও হাসপাতালে ২ মাস ধরে অজ্ঞান শিশু লিয়ন

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ জুলাই ২০১৮

ঠাকুরগাঁও হাসপাতালে ২ মাস ধরে অজ্ঞান শিশু লিয়ন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ জুলাই ॥ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রায় দুই মাস যাবত অজ্ঞান অবস্থায় দিন কাটছে পিতৃহীন ১১ বছরের শিশু লিয়নের। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে না পারার কষ্ট নিয়ে তার পাশে বসে হতাশায় অনবরত চোখের পানি ফেলছেন অসহায় মা। ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়ার বাসিন্দা স্বামী পরিত্যক্তা মুক্তারানী দর্জির কাজ করে দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে কোন রকমে দিন যাপন করছিলেন। বড় ছেলে লিয়ন সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করছিল। গত ১৮ মে বিকেলে বাড়ির পাশে লিয়ন একটি উঁচু গাছের ডালে থাকা পাখির বাসা থেকে পড়ে যাওয়া একটি বাচ্চা ও একজোড়া পাখিকে অসহায়ভাবে চিৎকার করতে দেখে। এ সময় ঘটনাটি অনেকে এড়িয়ে গেলেও শিশু লিয়নের মনে দয়া হয়। সে পাখির বাচ্চাটিকে সঙ্গে নিয়ে তার বাসায় পৌঁছে দিতে গাছের মগডালে উঠতে শুরু করে। এক পর্যায়ে পা ফসকে লিয়ন গাছ থেকে নিচে পড়ে যায় এবং মাথায় প্রচ- আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সেই যে জ্ঞান হারিয়েছে আর সে জ্ঞান ফিরে আসেনি। হাসপাতালের শয্যায় শুইয়ে থেকে মাঝে মাঝে হাত-পা নাড়লেও অথবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেও সে কোন কথা বলতে এবং কিছু খেতে পারছে না। এ অবস্থায় তার নাকের ভেতর নল ঢুকিয়ে প্রতিদিন তরল খাবার ও ৭/৮শ’ টাকার ওষুধ দেয়া হচ্ছে। কিন্তু তার অসহায় মা অর্থের অভাবে না পারছেন ছেলের চিকিৎসার খরচ যোগাতে এবং না পারছেন চিকিৎসকের পরামর্শে ছেলেক ঢাকায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করাতে। অসহায় মা ছেলের চিকিৎসার খরচের টাকার জন্য ইতোমধ্যে ঘরের ঘটিবাটি বিক্রি করা ছাড়াও আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশীর কাছে অনেক ঋৃণ করে ফেলেছেন। এখন হাসপাতালে মা-ছেলের অসহায় অবস্থা দেখে কেউ সাহায্য-সহযোগিতা করলে ছেলের ওষুধ বা খাবার কিনতে পারেন নতুবা চোখের পানি ফেলে হাত পাতছেন েেলাকজনের কাছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু কনসালট্যান্ট ডাঃ শাহ্জাহান নেওয়াজ জানিয়েছেন, শিশু লিয়নকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা সম্ভব। এমতাবস্থায় লিয়নের মা ছেলের জীবন বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য দুহাত বাড়িয়েছেন। আর্থিক সহযোগিতা বা যোগাযোগ করতে পারেন এই মোবাইল নম্বরে -০১৭৮৪৯১৯৩২৩
×