ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে কার্টিজ পেপারের তীব্র সঙ্কট ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ জুলাই ২০১৮

শেরপুরে কার্টিজ পেপারের তীব্র সঙ্কট ॥ চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ জুলাই ॥ শেরপুরে কার্টিজ পেপারের চরম সঙ্কট দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় প্রায় ১০ ভাগের এক ভাগও সরবরাহ না থাকায় দীর্ঘদিন যাবত চলমান ওই সঙ্কট দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে। এখন ৫ টাকার কার্টিজ পেপার ক্ষেত্রমতে ৫০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। ফলে কোর্ট-কাচারি আর জায়গা-জমির দলিল রেজিস্ট্রিসহ বিভিন্ন দাফতরিক কাজে সেবা গ্রহীতাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার আদালত অঙ্গনে থাকা কয়েকটি স্ট্যাম্প ভে-ারের দোকানে ঘুরে দেখা যায়, ওইসব দোকানে কার্টিজ পেপার খুঁজছেন ক্রেতারা। কিন্তু কার্টিজ পেপারের চরম সঙ্কট থাকায় তারা এক ভে-ার থেকে অন্য ভে-ারের কাছে ছোটাছুটি করছেন। তারা কার্টিজ পেপার না পাওয়ায় প্রয়োজনীয় কাজ-কর্ম করতে পারছেন না। জেলা আইনজীবী সমিতির অঙ্গনে থাকা ভে-ার বেলাল হোসেন ওই সঙ্কটের বিষয়ে বলেন, গত প্রায় ৬ মাস যাবত চলছে কার্টিজ সঙ্কটের নামে মানুষের ভোগান্তি। সরবরাহ না থাকায় প্রতিদিন অনেকেই কার্টিজ পেপারের খুঁজে ভে-ারে আসলেও কার্টিজ পেপার না থাকায় বিক্রি করতে পারছি না। একই কথা জানিয়ে জেলা ভে-ার সমিতির সভাপতি আব্দুস সালাম বলেন, চরম সঙ্কটের কারণে সদর সাব-রেজিস্ট্রি অফিস অঙ্গনে থাকা ভে-ারদের কাছে কার্টিজ পেপার সরবরাহ বেশ কিছুদিন ধরেই বন্ধ রয়েছে। আব্দুল আলিম নামে একজন ক্রেতা জানান, তার এক আত্মীয়ের জন্য ৪০ টাকা করে ৮০ টাকায় দু’টি কার্টিজ পেপার এক আইনজীবী সহকারীর সহায়তায় সংগ্রহ করেছেন। ৮/১০ টাকা দামের কার্টিজ পেপার বেশি দামে কিনলেও দামের অতিরিক্ত টাকা যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। জানা যায়, শেরপুর সদরে প্রায় ৮০ জন বৈধ স্ট্যাম্প ভে-ার রয়েছে। এদের মধ্যে সরাসরি ব্যবসায় জড়িত রয়েছেন বা নিয়মিত স্ট্যাম্প-কার্টিজ তুলছেন ২৫/৩০ জন।
×