ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর পৌর এলাকার উন্নয়নে আরও দেড় শ’ কোটি টাকা

প্রকাশিত: ০৬:৪২, ১৩ জুলাই ২০১৮

যশোর পৌর এলাকার উন্নয়নে আরও দেড় শ’ কোটি টাকা

সাজেদ রহমান, যশোর অফিস ॥ শহরকে একটি আধুনিক বিনোদন সুবিধাসম্বলিত, সৌন্দর্যম-িত স্বাস্থ্যসম্মত সুন্দর নগরী গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছে পৌর কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে এতে নতুন চেহারা পাবে অবিভক্ত বাংলার অন্যতম প্রথম জেলা যশোর শহর। যশোর পৌর এলাকার অবকাঠামো উন্নয়নে আগামী অর্থবছরে (২০১৮-১৯) আরও দেড়শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে নতুন চেহারা পাবে অবিভক্ত বাংলার অন্যতম প্রথম জেলা যশোর শহর। ফলে যশোর শহর একটি আধুনিক বিনোদন সুবিধাসম্বলিত, সৌন্দর্যম-িত স্বাস্থ্যসম্মত সুন্দর নগরী হিসেবে গড়ে ওঠবে। একই সঙ্গে পৌরসভার সকল ওয়ার্ডের ভাঙ্গাচোরা রাস্তা ফুটপাথসহ ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত হবে। এতে পৌরবাসীর নাগরিক সেবা প্রদান আরেক ধাপ এগিয়ে যাবে। যশোর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে উন্নয়ন খাতে একটি নতুনসহ চারটি প্রকল্পে ১শ’ ৪৫ কোটি ৩৬ লাখ টাকার কাজ করা হবে। এরমধ্যে সরকারী অনুদান, রাজস্ব উদ্বৃত্ত উপাংশ ১ ও ২-এ মোট ৭ কোটি ৮০ লাখ টাকা, ইউজিআইআইপি-৩ এর আওতায় ৮৩ কোটি ৫৬ লাখ, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৪ কোটি, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পে ৮ কোটি টাকা এবং নতুন শুরু হওয়া আরবান হেলথ কেয়ার প্রকল্পে ২ কোটি টাকা রয়েছে। মেয়র জহিরুল ইসলাম চাকলাদার জানান, আমরা যশোরের সন্তান হিসেবে নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী আমরা আমাদের এ স্বপ্নের শহরকে নিজেদের মতো করে গড়ে তুলতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তবে গত এক বছর আগে যশোর পৌরসভা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিপি) আর্থিক সহায়তায় সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে। বর্তমানে ৮৬ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান আছে। এ প্রকল্পের আওতায় আশ্রম রোড, বেজপাড়া মেইনরোডসহ অন্যান্য রোড, ঘোপ নওয়াপাড়া রোড, পিয়ারী মোহন রোড, কারবালা রোড, লালদিঘী উন্নয়ন, ভৈরব নদ থেকে মুজিব সড়কের পাশ দিয়ে পুলের হাটের মুক্তেশ্বরী নদী পর্যন্ত ড্রেন ও ফুটপাথ নির্মাণ কাজ চলছে। এর কোন কোনটার কাজ শেষের পথে। এছাড়া জিওবি, এডিপি ও ওএফআইডি-এর আর্থিক সহায়তায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টরে ইউজিআইআইপি-৩ এর আওতায় ২শ’ কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে। ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় ৮০ কোটি টাকা অনুমোদন হয়েছে যার কাজ চলমান আছে। এছাড়া নতুন অর্থবছরে ‘আরবান হেলথ কেয়ার’ নামে আরও একটি প্রকল্পে যশোর পৌরসভা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এ প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে আমাদের এ প্রিয় শহরকে একটি আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব হবে। তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ধরা হয়েছে ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা। গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৯৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ১৬ টাকা। মেয়র জহিরুল ইসলাম চাকলাদার আরও বলেন, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হয়ে ২০১৬-এর ৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর লক্ষ্য ছিল সকলের পরামর্শ ও সহযোগিতায় পৌরসভার সড়কবাতি আধুনিকায়ন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, বিনোদন সুবিধা সম্বলিত সৌন্দর্যম-িত আধুনিক প্রশাসনিক কাজ পরিচালনা এবং তথ্য আদান-প্রদানসহ ই-গবর্নেন্স প্রতিষ্ঠার জন্য কার্যক্রম গ্রহণ করা এবং আর্থিক ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ একটি পরিকল্পিত নগরী হিসেবে যশোর পৌরসভাকে গড়ে তোলা। সেই লক্ষ্যেই এখনও কাজ করে যাচ্ছি। লক্ষ্য বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
×