ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ৯৪ নৌ সদস্যের ঢাকা ত্যাগ

প্রকাশিত: ০৬:৩২, ১৩ জুলাই ২০১৮

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ৯৪ নৌ সদস্যের ঢাকা ত্যাগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৪ এ যোগদানের উদ্দেশে ৯৪ জন নৌসদস্যের প্রথম গ্রুপ বুধবার মধ্যরাতে ঢাকা হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। আগামী ১৯ জুলাই দ্বিতীয় গ্রুপে আরও ১০৬ জন নৌ সদস্য ফোর্স মেরিন ইউনিট-৪ এ যোগ দিতে ঢাকা ত্যাগ করবে। নৌবাহিনীর উক্ত ইউনিট দক্ষিণ সুদানের নদী পথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি স্থানীয় বেসামরিক ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানসহ জরুরী পরিস্থিতিতে ডুবুরি সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। -আইএসপিআর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোন উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১। -বিজ্ঞপ্তি
×