ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৩ প্রবাসী পেলেন সিআইপি কার্ড

প্রকাশিত: ০৬:২৭, ১৩ জুলাই ২০১৮

১৩ প্রবাসী পেলেন সিআইপি কার্ড

১৩ জন প্রবাসী বাংলাদেশীকে সম্মানিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাদের ‘কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন’ বা সিআইপি কার্ড দেয়া হয়েছে। এর মধ্যে ৩ জন একই পরিবারের। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত কয়েকজনের হাতে কার্ড তুলে দেন। সঞ্চয় অধিদফতরের ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে ১ মিলিয়ন ডলার আর ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে ৮০ মিলিয়ন টাকা বিনিয়োগকারীদের মধ্য থেকে সিআইপি নির্বাচন করা হয়। ভবিষ্যতে এ বিনিয়োগসীমা কমানোর দাবি জানিয়েছেন সিআইপিরা। -অর্থনৈতিক রিপোর্টার ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করবে যুক্তরাজ্য অর্থ-পাচারের দায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির তথ্য ও সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষ- দ্য ইনফরমেশন কমিশনারেস অফিস জানায়, ক্যামব্রিজ এ্যানালিটিকার ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরির ইস্যুতে এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যামব্রিজ এ্যানালিটিকার মূল কোম্পানি এসসিএল ইলেকশনস এর বিরুদ্ধেও মামলা করার কথা ভাবছে আইসিও। সম্প্রতি যুক্তরাজ্য-ভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ এ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুকের ৫ কোটি গ্রাহকের তথ্য চুরির অভিযোগ উঠে। এসব তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়। এরপরই ফেসবুক ব্যবহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। -অর্থনৈতিক রিপোর্টার
×