ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আগ্রহী সিঙ্গাপুর

প্রকাশিত: ০৬:২৪, ১৩ জুলাই ২০১৮

বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আগ্রহী সিঙ্গাপুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আগ্রহী সিঙ্গাপুর। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং আইটি খাতে বিনিয়োগে ইচ্ছুক দেশটির শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড অব ডাইরেক্টর্স এবং চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এই আগ্রহ ব্যক্ত করে সিঙ্গাপুরের ২৫ সদস্য বিশিষ্ট বাণিজ্য প্রতিনিধি দল। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে বক্তৃতা করেন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ)’র চেয়ারম্যান টিও সিয়ং সেং, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম ও বাংলাদেশ ইকোনমিক জোনস্ অথরিটির (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, তুরস্কের অনারারি কনসাল সালাহ্উদ্দীন কাসেম খান, ইতালির অনারারি কনস্যুল মীর্জা সালমান ইস্পাহানি ও উইম্যান চেম্বারের সহ-সভাপতি মুনাল মাহবুব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ বন্দর সম্প্রসারণ বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা, চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দরের উন্নয়ন এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ সহায়তা ও বিনিয়োগ প্রত্যাশা করেন। তিনি চিকিৎসা প্রার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য চট্টগ্রামে সিঙ্গাপুরের ভিসা সেন্টার এবং বিভিন্ন হাসপাতালের বুথ স্থাপনের অনুরোধ জানান। যোগাযোগের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-সিঙ্গাপুর বিমান চলাচল চালু করা, সরকারী পর্যায়ে জনশক্তি রফতানিতে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন এবং এক্ষেত্রে সিঙ্গাপুরের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাণিজ্য ঘাটতি কমাতে সিঙ্গাপুরের মাধ্যমে অন্যান্য দেশে বাংলাদেশী পণ্য রফতানি করতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) চেয়ারম্যান টিও সিয়ং সেং বলেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, আইটি খাতে সিঙ্গাপুর বিনিয়োগে আগ্রহী।
×