ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মণিরামপুরে জনপ্রিয় হচ্ছে ধৈঞ্চার চাষ

প্রকাশিত: ০৬:২৪, ১৩ জুলাই ২০১৮

মণিরামপুরে জনপ্রিয় হচ্ছে ধৈঞ্চার চাষ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ রাসায়নিক সার ব্যবহারে দিনকে দিন জমির উর্বরতা কমে যাচ্ছে। এ কারণে মাটির গুণাগুণ ও জৈব শক্তি বাড়াতে মণিরামপুরে সবুজ সার তথা ধৈঞ্চার চাষ জনপ্রিয় হয়ে উঠছে। বোরো আবাদের পর রোপা আমন চাষে জমির শক্তি বাড়াতে উপজেলা কৃষি অফিসও কৃষকদের ধৈঞ্চা চাষে উদ্বুদ্ধ করছে। ধৈঞ্চা চাষে দেয়া হচ্ছে প্রণোদনা। চলতি বছর উপজেলার প্রায় চারশ’ বিঘা জমিতে ধৈঞ্চা আবাদ করা হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। ধৈঞ্চা চাষের পর জমিতে মিশিয়ে দিয়ে তা সবুজ সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোন উদ্ভিদকে চাষ করে সবুজ অবস্থায় তা মাটিতে মিশিয়ে দিয়ে যে সার উৎপন্ন হয় তাকে সবুজ সার বলা হয়। উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার জানান, জমিতে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির প্রয়োজনীয় জৈব পদার্থের উপাদান উদ্বেজনকহারে হ্রাস পাচ্ছে। ধৈঞ্চা চাষে সবুজ অবস্থায় এটি মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার ফলে একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ে অপরদিকে মাটির জৈব পদার্থের উপাদানের পরিমাণও বৃদ্ধি পায়। এর ফলে নাইট্রোজেনের পরিমাণও বাড়ে। সবুজ গাছ পচার সময় জীবাণুর কার্যকারিতা বাড়ে। সবুজ জাতীয় গাছ মাটির আচ্ছাদন সৃষ্টি করে রাখে ও ভূমি ক্ষয় রোধ হয়। এতে করে বেলে মাটিতে পানির ধারণ ক্ষমতা বাড়ে এবং মাটির অভ্যন্তরে বাতাস চলাচলে সুবিধা হয়। কৃষি অফিসের তথ্যমতে, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে দুইবার চাষ দিয়ে প্রতি হেক্টর জমিতে ৪০-৫০ কেজি বীজ ছিটিয়ে বুনতে হয়। বীজ বোপণের ৮ সপ্তাহ পর গাছ এক থেকে দেড় মিটার লম্বা হয়। বীজ বোপণের ৪০ দিন পর গাছে ফুল আসার সময় সবুজ থাকা অবস্থায় মই দিয়ে তা মাটিতে মিশিয়ে দেয়া। এরও ১০-১২ দিন পর আবার মই দিলে তা পচে সবুজ সারে পরিণত হয়। গত শনিবার দুপুরে সরেজমিন জুড়ানপুর মাঠে গেলে ধৈঞ্চা চাষ চোখে পড়ে। এ সময় কৃষি অফিসের সংশ্লিষ্ট কৃষি উপসহকারী চৈতন্য কুমার দাস বলেন, এ মাঠে প্রায় ২০ বিঘা জমিতে ধৈঞ্চার চাষ হয়েছে। স্থানীয় কৃষকদের জমির উর্বরতা রক্ষা ও মাটিতে জৈব পদার্থের গুণাগুণ রক্ষায় ধৈঞ্চা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ সময় উপস্থিত কৃষক উত্তম কুমার দাস নিজে প্রায় বিঘা জমিতে ধৈঞ্চা চাষের কথা উল্লেখ করে বলেন, তিনি ৪ বছর ধরে ধৈঞ্চা চাষ করে আসছেন। এর ফলে রোপা আমন চাষে সাধারণত যে পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করতে তার অর্ধেক সার ব্যবহার করলেই চলে। তিনি আরও জানান, একবার যিনি ধৈঞ্চার চাষ শুরু করেছেন তিনি প্রতি বছরই চাষ করবেন।
×