ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসই-৩০ সূচক সংশোধন

প্রকাশিত: ০৬:২২, ১৩ জুলাই ২০১৮

ডিএসই-৩০ সূচক সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই৩০ সূচক সংশোধন করা হয়েছে। এতে ২ কোম্পানি বাদ দিয়ে ২ কোম্পানি অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিএসইর সূচকের অর্ধবার্ষিকী সংশোধনীতে এই পরিবর্তন এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই ৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানি ২টি হলো, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশন কোম্পানি। আর বাদ পড়া ২ কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং মেঘনা পেট্রোলিয়াম। এই সংশোধনী আগামী ২২ জুলাই থেকে কার্যকর করা হবে। আর ত্রৈমাসিক আইপিও সংযোজনের মানদ- পূরণ না হওয়া ডিএসইর ব্রড ইনডেক্সে কোন নতুন তালিকাভুক্ত কোম্পানি যুক্ত করা হচ্ছে না। শান্তা ফার্স্ট ফান্ডের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ চার মাস পরিচালনা করেই শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৮ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে ইউনিট হোল্ডাররা ৫ শতাংশ লভ্যাংশ পাবেন। আলোচিত সময়ে ফান্ডটি ইউনিট প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা।
×