ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:২১, ১৩ জুলাই ২০১৮

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮৫২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৬২ কোটি ৩২ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে এক হাজার ১৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২২২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলেও শেষটা ছিল পতন দিয়ে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯০৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিঙ্গারবিডি, ইউনাইটেড পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, বিবিএস কেবল, মুন্নু সিরামিক, লিগ্যাসি ফুটওয়ার, বসুন্ধরা পেপার, কুইন সাউথ টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল ও পেনিনসুলা চট্টগ্রাম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : কেডিএস এক্সেসরিজ, সিঙ্গারবিডি, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স স্পিনিং, এইচআর টেক্সটাইল,ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও বিবিএস কেবল। দর হারানো সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকার, জনতা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, ফাস ফাইনান্স, আজিজ পাইপ, শ্যামপুর সুগার ও রূপালী লাইফ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)৪৮ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিঙ্গার বিডি, কেডিএস এক্সেসরিজ, পেনিনসুলা চট্টগ্রাম, শাশা ডেনিম, বসুন্ধরা পেপার, এইচআর টেক্সটাইল, বেক্সিমকো, প্যারামাউন্ট টেক্সটাইল ও ড্রাগন সোয়েটার।
×