ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ রক্ষা হলো না

প্রকাশিত: ০৬:২১, ১৩ জুলাই ২০১৮

শেষ রক্ষা হলো না

ট্রাম্পকে সমর্থন করেও বহিষ্কার এড়াতে পারলেন না ক্যালিফোর্নিয়ার একজন ধর্মযাজক। জর্জ রামিরেজ নামের স্যানডিয়াগো শহরের ওই যাজক ১১ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যান। ট্রাম্পের গোড়া সমর্থক জর্জের মেয়ে অবশ্য বৈধ নাগরিক। তিনি তাকে রিপাবলিকানদের ভোট দিতে বলেছেন। এসব কিছু করেও তার শেষ রক্ষা হয়নি। - লস এ্যাঞ্জেলেস টাইমস ডাচেস অব ননসেন্স ব্রিটেনের প্রিন্স হ্যারি বিয়ে করেছেন দু’মাসও হয়নি। হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলকে নিজের সৎবোন সামান্টা মার্কেলের বিদ্রƒপ হজম করে যেতে হচ্ছে। সম্প্রতি সামান্টা মেগানকে ‘ডাচেস অব ননসেন্স’ অভিহিত করে বলেন হ্যারির উচিত হয়নি তাকে বিয়ে করা। অনেকে বলছেন, বোনের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সামান্টা হয়তো এসব বলছেন। তবে সামান্টা বলছেন মেগান এর আগে পরিবারের প্রতি উদাসীন ছিলেন। -এক্সপ্রেস ইউকে
×