ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানে প্রাকৃতিক দুর্যোগ ও গরমে খাবার পানির সঙ্কট ॥ মৃতের সংখ্যা বেড়ে ২শ’

প্রকাশিত: ০৬:২০, ১৩ জুলাই ২০১৮

জাপানে প্রাকৃতিক দুর্যোগ ও গরমে খাবার পানির সঙ্কট ॥ মৃতের সংখ্যা বেড়ে ২শ’

জাপানে গত প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ২শ’ পৌঁছে গেছে। চ্যানেল স্ট্রেইট নিউজ বৃহস্পতিবার বন্যাকবলিত পশ্চিম জাপানে তীব্র গরমের মধ্যে খাবার পানির সঙ্কট দেখা দেয়ায় রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধস পাহাড়ের ঢালে ও প্লাবন ভূমিতে গড়ে তোলা কয়েক দশকের পুরনো আবাসিক এলাকাগুলোতে বহু ধ্বংসের চিহ্ন রেখে গেছে। এখন দুই লাখেরও বেশি বাড়িতে খাওয়ার বা ব্যবহার করার মতো কোন পানি নেই। মৃতের সংখ্যা ২শ’ জনে দাঁড়িয়েছে, আরও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সরকার। প্রতিদিন তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের ওপরে থাকার পাশাপাশি আর্দ্রতা বেশি হওয়ায় স্কুলের ব্যায়ামাগার ও অন্যান্য আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা পরিবারগুলোর জীবন অসহনীয় হয়ে ওঠেছে।
×