ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হারুণ চৌধুরী

ফিরে দেখা ॥ ২০০১ খালেদা-নিজামীর শাসনকাল

প্রকাশিত: ০৬:০৮, ১৩ জুলাই ২০১৮

ফিরে দেখা ॥ ২০০১ খালেদা-নিজামীর শাসনকাল

(গত ১১ জুলাইয়ের পর) ২৮ আগস্ট ২০০২ যুগান্তরের সংবাদ : সাতক্ষীরায় গভীর রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভানেত্রী ও মুক্তিযোদ্ধার স্ত্রীকে ক্ষমতাসীন দলের ক্যাডাররা পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সেই সঙ্গে চুল কেটে দেয় সন্ত্রাসীরা। (১৫ আগস্ট ২০০২ জনকণ্ঠ) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু হলের নাম নিয়ে প্রশাসনের বিতর্কিত অবস্থানের পর বীরকন্যা প্রীতিলতা হল ও শহীদ জননী জাহানারা ইমাম হলের নাম পরিবর্তনের প্রস্তাব করেন বিএনপি ও চার দলীয় জোটের নবনির্বাচিত সিন্ডিকেটের সদস্য মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম ভুইয়া। তিনি দুই ছাত্রী হলের নাম প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সুলতানা রাজিয়া রাখার প্রস্তাব দেন। প্রগতিশীল ছাত্ররা তা প্রতিহত করে। সার্বিক আইন শৃঙ্খলার অবনতিতে ঢাকা চেম্বারের উদ্বেগ। নাটোরে পৌর প্যানেল চেয়ারম্যান গুলিবিদ্ধ। ৭ মে ২০০৪ পত্রিকার হেড লাইন ছিল, এমপি আহসান উল্লাহ মাস্টার খুন। ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে দেশবরণ্য ব্যক্তি এ এস কিবরিয়াকে সুপরিকল্পিতভাবে গ্রেনেড হামলায় হত্যা করা হয়। ২২ মে ২০০৪ বোমা হামলায় আহত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, নিহত দুই। ব্রিটিশ হাই কমিশনারকে লক্ষ্য করেই বোমা হামলা হলো। উত্তরাঞ্চলে লাশের প্রদর্শনী বাংলা ভায়ের বাহিনীর অপারেশনে গ্রামের পর গ্রাম পুরুষশূন্য। পত্রিকার সংবাদে জানা যায় জামাতুল মুজাহেদীন বাংলাদেশ এর ব্যানারে নামে-বেনামে বিভিন্ন সংগঠন দেশে সশস্ত্র ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার স্বপ্ন অব্যাহত রেখেছে। ৫৪টি সংগঠন গোপন আস্তানা তৈরি করে জঙ্গীদের প্রশিক্ষণ দিচ্ছে জোট সরকারের সক্রিয় সহায়তায় এখন রাজশাহীতে। সাত উপজেলায় বাংলা বাহিনীর অপারেশনে গ্রামে গ্রামে পুরুষ শূন্য। রানীনগর থানার বিটি মাদ্রাসায় ক্যাম্প স্থাপন করেছে জাগ্রত মুসলিম জনতা নামে জেএমবির প্রধান ক্যাম্প। ঢাকায় গোপন জঙ্গী সংগঠনের নাম জামা-আতুল মুজাহেদীন বাংলাদেশ। অপর জঙ্গী সংগঠনের নাম ভারতে জায়শে হিন্দ, আর পাকিস্তানে জয়সি মোহাম্মদ নামে পরিচিত। জোট সরকারের মন্ত্রী এমপিদের পৃষ্ঠপোষকতার সুযোগে বাংলা ভাই ও জেএমবির সদস্যরা আওয়ামী লীগের কর্মীদের সর্বহারা নাম দিয়ে ইসলাম কায়েমের নামে পুরুষ নিধন করে। বাংলা ভাইয়ের মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদ করেন রাজশাহীর ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফারুকসহ প্রগতিশীল সাংবাদিকরা। ২০০৪ সালে ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বাসায় ফেরার পথে ভাষা বিজ্ঞানী হুমায়ুন আজাদকে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে মারাত্মকভাবে জখম করে। এর পেছনে রয়েছে জামায়াতের হাত। তিনি নিজেও সাংবাদিকদের বলেছেন। সন্ত্রাসী হামলার পর ব্যাঙ্কক থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর বলেন, গোটা দেশ আজ মৌলবাদীরা নিয়ে যেতে চায় মধ্যযুগে। যারা দেশকে শুভর দিকে নিয়ে যেতে চায় তাদের অভিনন্দন জানাই। (২৬ মে ২০০৪ জনকণ্ঠ)। ২০০৩ সালের ১২ জুন লন্ডনের ইস্ট ক্রস সেন্টারের অডিটোরিয়ামে বক্তৃতাকালে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। আর নিজের ছেলে এবং নিকট আত্মীয়দের মালয়েশিয়ার শিল্প স্থাপনের জন্য উৎসাহিত করেন। (১৪ জুন বাংলাবাজার পত্রিকা ২০০৩) ১৭ ডিসেম্বর ২০০৩ দৈনিক ইনকিলাবে প্রকাশিত আওয়ামী লীগের সভানেত্রী বলেন, প্রধানমন্ত্রী পরিবার লুটপাট করছে এরই মধ্যে ১২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। তারই জের ধরে প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান দুই শত কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করবেন বলে শেখ হাসিনাকে উকিল নোটিস দেয়। তাছাড়া দৈনিক ইত্তেফাকের ২৫ ডিসেম্বর ২০০৭ দুর্নীতির আরও একটি সংবাদ ছিলÑ প্রতিমন্ত্রী মোশারফ হোসেন তিন দিনের সফরে বিদেশ গেলে জাইকা কোম্পানি তার হোটেল বিল ১ হাজার ৭০৫ মার্কিন ডলার পরিশোধ করে কিসের স্বার্থে! প্রতিমন্ত্রীকে নাইকোর গাড়ি ঘুষ তদন্তে আসছে কানাডীয় পুলিশ। ২০০৫ সালের ২৩ মে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রীকে তার ব্যবহারের জন্য নাইকোর দেয়া প্রায় কোটি টাকার বিলাসবহুল গাড়িটি গ্রহণ করে। এ সংবাদে বিএনপির নীতিনির্ধারকদের মধ্যেই সমালোচনার ঝড় ওঠে। ১৫ ফেব্রুয়ারি ২০০২ রাজশাহীতে গণধর্ষণের শিকার কিশোরী মাহিমা খাতুন মাহিমার বাবা আবদুল হান্নান, ভাই ও আত্মীয়-স্বজনরা আওয়ামী লীগের সমর্থক হওয়ায় নির্বাচনের পর নিজ বাড়ির পাশে ছাগলকে কাঁঠাল পাতা খাওয়ানোর সময় বিএনপি-জামায়াত সমর্থিত যুবকরা প্রতিশোধমূলক ভয় দেখিয়ে পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে গিয়ে মাহিমাকে পালাক্রমে ধর্ষণ করে। এই নির্যাতিত অপমান সহ্য করতে না পেরে মাহিমা ১৯ ফেব্রুয়ারি বিষপানে আত্মহত্যা করে। মাহিমার মৃত্যু সংবাদে সারাদেশে তোলপাড় শুরু হয়। চারদলীয় জামায়াত জোট সরকার সুপরিকল্পিতভাবে সেনাবাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে। সাবের হোসেন চৌধুরী একজন দেশের সম্মানিত ব্যক্তি বিশিষ্ট সমাজকর্মী ও বিশিষ্ট ব্যবসায়ীকে সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করে। সেই সঙ্গে শেখ সেলিমকেও। তাদের জিজ্ঞাসাবাদের নামে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। (যুগান্তর, জনকণ্ঠ ২৩ অক্টোবর ২০০২) তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, জনগণের স্বার্থে সংবিধান অনুযায়ী প্রচলিত আইনে সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী অপারেশন ক্লিনহার্ট অভিযান পরিচালিত হচ্ছে। পল্টন ময়দানে জনসমাবেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, অস্ত্র উদ্ধারকালে বাধা দিলে কঠোর হস্তে দমন করা হবে। আওয়ামী লীগের নাম উল্লেখ করে বলেন, পাঁচ বছরে আওয়ামী লীগ কি করেছে। ভেতরে ভেতরে ওরা সব ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি আগ্রাসনের জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন (১০/১৩/২০০২ দৈনিক প্রথম আলো)। ঢাকায় জান্নাতের নামে জাইশে মোস্তফার মহিলা মিছিল: ২০০২ সালের মে মাসে জনজণ্ঠের ডেট লাইন ছিল বাংলাদেশে এক দেশ জাইশে মোস্তফার বাংলাদেশ এই দলটির মহিলা শাখা সোমবার রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে। আপাদমস্তক কালো বোরখায় ঢাকা প্রায় দুই শত মহিলা এ মিছিলে অংশ নেয়্ মিছিলটি ছিল নীরব। কোন পুরুষ ছিল না। পেছনে প্রহরা দিয়ে এগোচ্ছিল লম্বা পাঞ্জাবি পরিহিত ও শ্মশ্রুম-িত প্রায় ৪০ জন হুজুর, সংগঠনের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। বায়তুল মোকাররমের সমাবেশে মিছিলের আগে সভাপতিত্ব করেন। আসলে জাইশে মোস্তফা বাংলাদেশে সংগঠনটি পাকিস্তানপন্থী ভারতবিরোধী ও ইসলামী শাসনতন্ত্রের সঙ্গে পরোক্ষভাবে জড়িত। গাইবান্ধার লোমহর্ষক সেই কাহিনীর ৪র্থ শ্রেণীর ছাত্রী তৃষাকে স্থানীয় জামায়াত সমর্থিত মডার্ন শাহীন ও তার সঙ্গীরা ১৭ জুলাই ২০০২ দুপুর বেলা ইদ্রিস মিয়ার পুকুর পাড়ে নিয়ে গিয়ে দু’দিক থেকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে তৃষা পুকুরের গভীর পানিতে ঝাঁপ দেয়। ডুবন্ত তৃষ্ণা পানির উপরে দুহাত তুলে বাঁচার জন্য আকুতি জানাতে থাকলেও সন্ত্রাসীরা তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। তৃষ্ণা গভীর পানিতে তলিয়ে যাবার পর ...সন্ত্রাসীরা পুকুর পাড় থেকে চলে যায়। সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হলে সারাদেশে হৈ চৈ পড়ে যায়। তাছাড়া জামায়াত সরকারের সাত মাসের সন্ত্রাসের চিত্র : গত ৭ মাসে ৪১৮ শিশু খুন। ধর্ষণের শিকার চার শতাধিক (জানুয়ারি ২০০২ জনকণ্ঠ) রাজধানীতে দুটি হত্যাকা-। খুন করে লাশ ৮ টুকরো। জবাই করে খুন। (২৩ আগস্ট ২০০২ যুগান্তর)। চলবে...
×