ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ধর্মঘট ডাকার বিষয়ে রিটের নতুন শুনানি রবিবার

প্রকাশিত: ০৬:০১, ১৩ জুলাই ২০১৮

হাসপাতালে ধর্মঘট ডাকার বিষয়ে রিটের নতুন শুনানি রবিবার

স্টাফ রিপোর্টার ॥ যে কোন পরিস্থিতিতে সরকারী-বেসরকারী হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি বা ধর্মঘট ডাকার ওপর নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সংশোধন করে আবারও রবিবার শুনানির জন্য উপস্থাপন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী রিট আবেদনটি বৃহস্পতিবার সংশোধন করে দাখিলের কথা ছিল। তবে রিটকারী আইনজীবী আদালতে সময় প্রার্থনা করে রবিবার সংশোধিত আবেদন দাখিলের কথা জানান। সে অনুযায়ী বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন। এর আগে যে কোন পরিস্থিতিতে সরকারী-বেসরকারী হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ডাকা বন্ধের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করেন আইনজীবী ড. বশির আহমেদ। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়। পরে সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে বুধবারই আংশিক শুনানি অনুষ্ঠিত হয়।
×