ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে মানবাধিকার লঙ্ঘন এখন নৈমিত্তিক ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:০০, ১৩ জুলাই ২০১৮

দেশে মানবাধিকার লঙ্ঘন এখন নৈমিত্তিক ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে মানবাধিকার লঙ্ঘন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ‘লেক শোর’ হোটেলে বিএনপি আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশী অতিথিদের উদ্দেশে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, সংবিধান লঙ্ঘন করছে সরকার। এর বড় উদাহরণ হচ্ছে খালেদা জিয়ার জেল। যিনি তার জীবনের একটি বড় অংশ গণতন্ত্রের জন্য উৎসর্গ করছেন তাকে একটি মিথ্যা মামলায় আটক করা হয়েছে। তিনি বলেন, সাতবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য আবেদন করা হলেও সরকার কর্ণপাত করেননি। এমনকি, সর্বশেষ ১১ দিন ধরে খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের তথ্য মতে, এখন পর্যন্ত ৫ শতাধিক নেতাকর্মী হারিয়ে গেছে, ১০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সারাদেশে ৭৮ হাজার মামলায় ১৮ লাখ নেতাকর্মীকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে। তিনি বলেন, বিএনপিকে ছাড়া দেশে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। শুধু তাই নয়, বিগত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে কী হয়েছে তা সকলেই অবগত রয়েছেন। এ অবস্থার মধ্যেও বাংলাদেশের মানুষ তাদের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে মরিয়া। তাই তারা সংবিধান ও আইন কানুন উপেক্ষা করে ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে। অনুষ্ঠানের শুরুতেই ২০০৯ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত বর্তমান সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তালিকা ও এর আলোকে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ তালিকা করা হয় মানবাধিকার সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য ব্যবহার করে। তথ্যচিত্রটি প্রদর্শনের পর বিএনপি মহাসচিব বলেন, তথ্যচিত্রটি প্রদর্শনের পর বলার কিছু থাকে না। প্রতিদিন আমরা পত্রপত্রিকায় দেখছি দেশে মাদক নিয়ন্ত্রণের নামে লাশ পরে থাকে। নারীরা তাদের সম্ভ্রম হারাচ্ছে, শিশুরা নির্যাতিত হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের ওপর কত কী নির্যাতন করা হচ্ছে। ভিন্নমত পোষণকারীদের হাতুড়ি পেটা করা হচ্ছে।
×