ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৫১, ১৩ জুলাই ২০১৮

উবাচ

মন পুড়ছে স্টাফ রিপোর্টার ॥ ব্রিটিশ আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইল এসেছিলেন দিল্লীতে। ব্রিটিশ ‘হাউস অব লর্ডস’ এর সদস্য কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ায় মন পুড়ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ভারত তার নিজের দেশ নয় আবার কার্লাইলও তার (ফখরুলের) রক্তের সম্পর্কের কেউ না। ভারত তার দেশে কাকে প্রবেশ করতে দেবে আর কাকে দেবে না। সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার রাষ্ট্র হিসেবে ভারতের রয়েছে। কিন্তু সেখানে ফখরুল ইসলাম আলমগীর কেন বিস্ময় প্রকাশ করেন! “বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী ব্রিটিশ ‘হাউস অব লর্ডস’ এর সদস্য লর্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ার খবর জেনে আমরা বিস্মিত হয়েছি। তাকে ভারতে প্রবেশ করতে না দেয়ায় আমরা মর্মাহত।” খালেদার দ- নিয়ে শুক্রবার নয়া দিল্লীতে ‘ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে’ সংবাদ সম্মেলন করার কথা ছিল কার্লাইলের। কিন্তু এক দেশের বিষয় নিয়ে অন্য দেশে সংবাদ সম্মেলন করতে যাওয়াটা কি শিষ্টাচারের মধ্যে পড়ে? সব পরাজয় পরাজয় নয় স্টাফ রিপোর্টার ॥ নেগেটিভ বিএনপি পজেটিভ রাজনীতি শুরু করেছে। সম্প্রতি সিটি নির্বাচনে বিএনপির হেরে যাওয়াকে উদযাপন করছে দলটি। জয় যখন আসেনি তখন পরাজয়কেই বড় অর্জন বলছেন দলটির স্থায়ি কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি নেতা বলেছেন, ‘ভোট চুরির’ ঘটনা উন্মোচন করতেই তারা এটা করছেন। নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয় ঘটলেও তাকে ‘রাজনৈতিক বিজয়’ হিসেবে দেখছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, আমরা সরকারের অগণতান্ত্রিক কুৎসিত চেহারা বারবার জাতির কাছে ও বিদেশে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে উন্মোচন করানোর জন্য সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি। তারা মনে করছে, আমাদের পরাজয় হচ্ছে। আমরা বলতে চাই, সব পরাজয় পরাজয় না, সব জয় জয় না। বিএনপি যেহেতু জয়ের জন্য নির্বাচন করে না তাই জনগণ তাদের ভোট দেবে কেন? খাওয়া ভবন স্টাফ রিপোর্টার ॥ বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকার সময় সব থেকে আলোচিত ভবনের নাম ছিল হাওয়া ভবন। এই হাওয়া ভবনে হাওয়ায় ভেসে ভেসে টাকা আসত। কাজ পেলে জেলা শহরের ছোটখাটো ঠিকাদারকেও হাওয়া ভবনের নামে পে অর্ডার পাঠাতে হতো। তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন হয়ে উঠেছিল বিএনপির কেন্দ্রীয় চাঁদাবাজি সেল। বিএএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে এক হাওয়া ভবনই যথেষ্ট ছিল। এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি স্বাধীনতার পর দেশে আর হয়নি বললেই চলে। বিএনপি আবার ক্ষমতায় গেলে কি হবে দেশের পরিস্থিতি সেই অনুমান করেছেন ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক দিনেই বাংলাদেশ পুরনো হাওয়া ভবন থেকে ‘খাওয়া’ ভবনে রূপান্তরিত। আগামী অক্টোবর মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন। বিএনপির উদ্দেশে তিনি আরও বলেছেন, ‘গাজীপুরে শিক্ষা হয়নি, খুলনায় শিক্ষা হয়নি। আর কত শিক্ষা চান?’ ওবায়দুল কাদের বলেন, এক দিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে কী হবে বলুন? বাংলাদেশ রসাতলে যাবে। এক দিনেই বাংলাদেশে রক্তের নদী বয়ে যাবে। এক দিনেই বাংলাদেশ সন্ত্রাসের লীলাভূমি হয়ে যাবে। এক দিনেই বাংলাদেশ হাওয়া ভবন থেকে ‘খাওয়া’ ভবনে রূপান্তর হবে।
×