ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:৫০, ১৩ জুলাই ২০১৮

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা নামক এলাকায় জ্ঞানেন্দু চাকমা (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করে এই ঘটনার জন্য জেএসএস সংস্কারপন্থীদের দায়ী করেছে প্রসীত খীসার ইউপিডিএফ। মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, বিকেল ৫টার দিকে কয়েকটি গুলির শব্দ শুনতে পাই। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে খোঁজাখুজি করে আলুটিলার পূনর্বাসন এলাকা সংলগ্ন একটি বাগানে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। এদিকে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা এই ঘটনার জন্য জেএসএস এমএন লারমা গ্রুপকে দায়ী করে বলেন, ‘জ্ঞানেন্দু সাংগঠনিক কাজে ওই এলাকায় অবস্থান করছিল। এসময় মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারি ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। মাটিরাঙ্গা থানার ওসি সৈয়দ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এই বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি বলেও জানান তিনি।
×