ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন সিটির নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় ॥ সিইসি

প্রকাশিত: ০৫:৫০, ১৩ জুলাই ২০১৮

তিন সিটির নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় ॥ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে এই তিন সিটির নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ নির্দেশ দেন। এর পাশাপাশি ৩০ জুলাই অনুষ্ঠিতব্য ৩ সিটির নির্বাচনে ভোটের পরিবেশ ভাল রেখে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, তিন সিটির নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি সিটিতে নির্বাচনের জন্য বাড়তি কোন ব্যবস্থা নেয়া হবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে বাড়তি ব্যবস্থার প্রয়োজন হয় না। আর আইনের কোন পরিবর্তন হয়নি। আইন অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে থাকায় সম্ভাব্য সময় আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে নানামুখী আলোচনা চলছে এ বিষয়টিকে কিভাবে দেখছেন? এমন এক প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা বলেন, বিষয়টি আদালতের। তবে দলটি নির্বাচনে অংশ নেবে বলে আশা রাখি। আমি এখনও আশা করি, বিএনপি নির্বাচনে আসবে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব। নির্বাচনের পরিবেশ ভাল আছে, ভাল থাকবে। আইনশৃঙ্খলা বৈঠকের শুরুতেই সিইসি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এখন থেকে দুই মাসের মধ্যে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে যাব। সুতরাং সেই প্রস্তুতির পূর্বকালে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সব কর্মকর্তাসহ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
×