ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যারা ভিসির বাড়ি ভাংচুর বা অগ্নিসংযোগ করেছে তাদেরই ধরা হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ জুলাই ২০১৮

যারা ভিসির বাড়ি ভাংচুর বা অগ্নিসংযোগ করেছে তাদেরই ধরা হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, শুধুমাত্র যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা ভিসির বাড়ি ভাংচুর করেছে বা অগ্নিসংযোগ করেছে তাদের ধরা হচ্ছে। এই কাজে যারা জড়িত ছিল তাদের গ্রেফতার করা হচ্ছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের নেতা এ পি এম সুহেলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে আয়োজিত নবীন-বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কথা বলেছেন কোটা সংস্কার ও আটকের ঘটনা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যারা উপাচার্যের বাড়ি ভাংচুর করেছে বা অগ্নিসংযোগ করেছে তাদেরই ধরা হচ্ছে। উপাচার্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি, ছাত্রদের কাছে প্রিয় শিক্ষক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার বাড়িতে কীভাবে হামলা হলো? কীভাবে লুটতরাজ হলো? সাংবাদিকদের ক্যামেরায় তা ধারণ হয়েছে এবং সিসিটিভি ক্যামেরাতেও সেসব ফুটেজ পাওয়া গেছে। কিছু সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলা হয়েছিল। কিছু ঠিক ছিল। যারা ভিসির বাড়ি ভাংচুর করেছে বা অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এই কাজে যারা জড়িত ছিল তাদের গ্রেফতার করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। পুরোপুরি দমন না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ব্যবসায়ীদের তালিকা করেছি। আমি তালিকাগুলো ছাপিয়ে দিতে চেয়েছিলাম। কিছু কারিগরি ভুল হতে পারে। সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেই তালিকা দিয়ে দিচ্ছি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। কেউ রেহাই পাবে না। যাদের নাম আমরা পেয়েছি তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে। মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সব ধরনের প্রচেষ্টা আমাদের রয়েছে। আমি মিয়ানমার গিয়েছি, রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছি। তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেবেন। কিন্তু তারা তাদের কথা রাখেননি। তবে আমরা আশা করি, সারাবিশ্বের নেতাদের চাপের মুখে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা ফিরিয়ে নেবে। এ পি এম সুহেলকে গ্রেফতার করেছে পুলিশ ॥ ছাত্র ইউনিয়ন নেত্রী লাকী আক্তারের ঢাকার বাসায় অভিযান চালিয়ে এক কোটা আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। লাকী বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র এ পি এম সুহেলকে বৃহস্পতিবার ভোররাতে তার বাসা থেকে ধরে নেয়া হয়। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমানে কৃষক সমিতির নেতা লাকীও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজীর শিক্ষার্থী ছিলেন। সরকারী চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তা সংগঠনে ভূমিকা রয়েছে সুহেলের। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক।
×