ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে উৎসবের আমেজ

প্রকাশিত: ০৫:৪৮, ১৩ জুলাই ২০১৮

বরিশালে উৎসবের আমেজ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ আগামী ৩০ জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে কে হবেন আগামীর নগরপিতা কিংবা ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর। এ নিয়ে নগরীর নতুন ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। জীবনের প্রথম ভোট নিয়ে তারা বুনছেন স্বপ্নের জাল। নতুন ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা প্রতীকে বিশ্বাসী নয়, তরুণ, যোগ্য ও আধুনিক চিন্তাশীল এবং মানবিক গুণাবলীর প্রার্থীকেই বেছে নিতে চান। যে কিনা নগর উন্নয়নের পাশাপাশি তরুণ ও যুব সমাজের ভাগ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। তাছাড়া আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ৩১ হাজার নতুন ভোটার তাদের আমানতের সঠিক ব্যবহার করতে চান। জীবনের প্রথম ভোট কেউ না দিয়ে থাকতে পারবেন না বলে তারা নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় ভোট কেন্দ্রে যাবেন। নগরীর ৬ নম্বর ওয়ার্ডের নতুন ভোটার মাইদুল ইসলাম জানান, বর্তমানে সবদিকেই তরুনদের জয়জয়কার। আমরা যেমন তরুন, তেমনি আমাদের প্রত্যাশা তরুন প্রার্থী নির্বাচনে জয়লাভ করুক। তাদের বলিষ্ট নেতৃত্বে নগরীর তরুন সমাজকে মাদকের হাত থেকে দূরে সড়িয়ে রাখা সম্ভব হবে। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড আরও বেশি উদ্বুদ্ধ করবে। ১৭ নম্বর ওয়ার্ডের তরুন ভোটার রেজওয়ান খান রেজবি বলেন, এমন একজন মেয়র বা কাউন্সিলর প্রার্থীকে ভোট দিতে চাই, যিনি তরুণদের নিয়ে ভাবেন, কর্মসংস্থান সৃষ্টিতে যিনি উদ্যোগী হবেন, মানুষের প্রতি দায়িত্বশীল হবেন। সচেতন নাগরিক ও নতুন ভোটার হিসেবে আমাদের মতামতের গুরুত্ব রয়েছে বলেও আমরা মনে করছি। একই ওয়ার্ডের আরেক নতুন ভোটার সাইফুল ইসলাম বলেন, বর্তমানে যোগ্য নেতৃত্বের বড়ই অভাব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রতীক নয়, প্রার্থী দেখেই জীবনের প্রথম ভোটটি দেব। ১৮ নম্বর ওয়ার্ডের নতুন ভোটার ফয়সাল আহমেদ বলেন, প্রায় সময় বৃষ্টি হলেই নগরীর বগুড়া রোডসহ আরও কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে যায়। আমরা নোংরা ও জলজটের নগরী আর দেখতে চাইনা। সময়ের সঙ্গে মানুষের রুচিবোধেও পরিবর্তন আসছে। যিনি এসব বিষয়ে উন্নয়ন করতে পারবেন বলে মনে করছি, সিটি নির্বাচনে তাকেই আমি ভোট দেব। ১৯ নম্বর ওয়ার্ডের তরুণ ভোটার আরাফাত হোসেন অনিক বলেন, দলমত নির্বিশেষে সবার একটাই চাহিদা নগরীর উন্নয়ন হোক। সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরনের মতো উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখুক। তাছাড়া নগরীর নিম্নবর্তী ও বর্ধিত অঞ্চলগুলো উন্নয়নের ছোঁয়া আরও বৃদ্ধি হোক। আর এসব কর্মকান্ডের ধারা যে অব্যাহত রাখতে পারবেন তাকেই মূল্যবান ভোটটি দিবো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ২১ নম্বর ওয়ার্ডের তরুন ভোটার আলামিন রাব্বি বলেন, আমি মনে করি দলীয় নয়, প্রার্থী হিসেবে ব্যক্তিটি কেমন, সেটাই গুরুত্বপূর্ণ। বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১১ হাজার ২২৭জন। এবার তা বেড়ে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। যারমধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। এছাড়াও এবার নতুন ভোটার বেড়েছে ৩০ হাজার ৯৩৯জন। মোট ভোটারের মধ্যে প্রায় ৩১ হাজার নতুন ভোটারই প্রার্থী নির্বাচনে বড় ভূমিকা রাখবে। তাই নগরীর এই নতুন ভোটারদের নিয়ে বেশ মনোযোগী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তারাও নতুন ভোটারদের টার্গেট করে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। তরুনদের সামনে তারা তাদের ভবিষ্যতের নানা পরিকল্পনার কথা তুলে ধরছেন। এছাড়াও তারা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও ডকুমেন্টারি কিংবা অন্যকোন মাধ্যমে তুলে ধরছেন আগামীর বরিশাল তথা নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন করার মহাপরিকল্পনা। নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক ॥ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থনে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে স্থানীয় জনতার উদ্দেশে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বৈঠকে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচলানা কমিটি ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দরা হলেন-বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, এ্যাডভোকেট আফজালুল করীম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজু, সাবেক ছাত্রলীগ নেতা তারিক বিন ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচলানা কমিটি ॥ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নির্বাচন পরিচলানা কমিটি গঠণ করা হয়েছে। মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ৩০ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়। কমিটির প্রধান হয়েছেন মজিবর রহমান সরোয়ার এবং সদস্য সচিব করা হয়েছে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনকে। সরোয়ারের অভিযোগ ভিত্তিহীণÑ সাদিক ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় বিএনপির নেতাকর্মীদের বাঁধা দেয়ার অভিযোগ করেছেন ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রচারণা চালানো বিএনপির নেতাকর্মীদের বাঁধা এবং হুমকি দিচ্ছেন। সরোয়ার বৃহস্পতিবার সকালে গণসংযোগকালে আরও বলেন, নির্বাচনে টুকিটাকি সমস্যা হবে। এনিয়ে আমরা এখনও মাথা ঘামাচ্ছি না। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা রয়েছে। বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার সদর রোডে গণসংযোগ শেষে পোর্ট রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় হ্যান্ডবেল বিলির মাধ্যমে গণসংযোগ করেন। অপরদিকে নগরীর বর্ধিতাংশ রসুলপুরে গণসংযোগকালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সাংবাদিকদের কাছে বলেন, নির্বাচনী প্রচারণার তৃতীয়দিনে এখন পর্যন্ত কিছু হয়নি। তাছাড়া নির্বাচনে কিছু সমস্যা হবেই। সেই সমস্যাগুলো অতিক্রম করে আমরা নির্বাচনে জয়লাভ করবো। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গনসংযোগকালে সাংবাদিকদের জানান, বিএনপির প্রার্থী যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীণ। এরকম কোনো ঘটনা ঘটলে সেটা সবার আগে সাংবাদিকরাই জানবে।
×