ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ভিসা না দেয়ায় ক্ষোভ

লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতে না দেয়ায় বিএনপির বিস্ময়

প্রকাশিত: ০৫:৪৭, ১৩ জুলাই ২০১৮

লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতে না দেয়ায় বিএনপির বিস্ময়

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনী পরামর্শক ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতে না দেয়ার ঘটনায় বিস্মিত ও মর্মাহত হয়েছে বিএনপি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী এবং ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইলকে বুধবার রাতে দিল্লী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ার খবর জেনে আমরা বিস্মিত হয়েছি। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রশ্ন করেন লর্র্ড কার্লাইলকে কেন বাংলাদেশের ভিসা দেয়া হয়নি? বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে মুক্ত চিন্তা অনুশীলনের সঙ্গে এই লর্ড কার্লাইলকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ার ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমরা মনে করি। আমরা আরও মনে করি যে, বাংলাদেশের অনির্বাচিত সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে কারারুদ্ধ করে এদেশে গণতন্ত্র অনুশীলনে যে বাধা সৃষ্টি করেছে তার প্রতিবাদ জানানোর জন্য বিশ্বখ্যাত আইনজীবী লর্ড কার্লাইল দিল্লীতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। বাংলাদেশ সরকার তাকে ভিসা না দেয়ার কারণেই লর্ড কার্লাইল ভারতে আসতে চেয়েছিলেন। তাকে ভারতে প্রবেশ করতে না দেয়ায় আমরা মর্মাহত। আমরা বিশ^াস করি যে, বাংলাদেশে চলমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অব্যাহত আন্দোলনের প্রতি মুক্ত বিশ্বের সমর্থন থাকবে। কেন লর্ড কর্লাইলকে ভিসা দেয়া হয়নি?Ñ মঈন খান ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রশ্ন করেন লর্র্ড কার্লাইলকে কেন বাংলাদেশের ভিসা দেয়া হয়নি? বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন। বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করা হবেÑ আমান ॥ অবিলম্বে কারাবন্দী খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন তা না হলে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘তারেক জিয়া সাইবার ফোর্স’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বদরুজ্জামানকে বিএনপির শেষ শ্রদ্ধা ॥ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বদরুজ্জামান খান খসরুকে শেষ শ্রদ্ধা জানিয়েছে দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরুজ্জামান খান খসরু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
×