ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৭:৩২, ১২ জুলাই ২০১৮

টুকরো খবর

বিবারের বাগদান কানাডিয়ান সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক জাস্টিন বিবার তার গান দিয়ে হৃদয় কেড়েছেন অনেক তরুণীর। গান ভালবাসেন, এমন তরুণ-তরুণীর কাছে জাস্টিন বিবার মানেই ক্রেজ। ২৪ বছর বয়সী সুদর্শন এই গায়ক অনেক তরুণীর হৃদয়ের পুরুষ। তাকে নিয়ে অনেক তরুণী স্বপ্ন বুনলেও অবশেষে তিনি তার পুরনো বান্ধবী মার্কিন মডেল ২১ বছর বয়সী হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে বাগদান করেছেন। মাঝে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। বিবারের প্রেমের আয়ু নিয়ে অবশ্য ভক্তদের বেশ ব্যস্তই থাকতে হয়েছে। কেননা তিনি কখন যে কার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন, আবার ভেঙে ফেলেন তা বুঝে উঠা দায়। এর আগে কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে বিচ্ছেদের পর গত বছর অক্টোবর মাসে তারা আবার মিলে যান। এ নিয়ে সমালোচনা কম হয়নি। তবে হেইলির সঙ্গে বাগদান হওয়ার ফলে সব জল্পনা কল্পনার অবসান ঘটল। বিবিসি আর সিএনএনের খবরে পপ তারকা জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইনের বাগদানের তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে ক্যান্সারে আক্রান্ত তিনি। দিন কয়েক আগে টুইটারে এমনটাই ঘোষণা করেছিলেন বলিউড সুন্দরী সোনালি বেন্দ্রে। জানিয়েছেন, চতুর্থ স্তরের ক্যান্সারে আক্রান্ত তিনি। সোনালির অসুস্থতার এই খবর ছড়িয়ে পড়তেই টুইটারে তাঁকে পাশে থাকার বার্তা দেন হাজার হাজার মানুষ। এবার পালটা টুইটারে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সোনালিও। সোনালি বেন্দ্রের শরীরে হাইগ্রেড ক্যান্সার ধরা পড়েছে, আর তা ছড়িয়ে পড়ছে সারা দেহে। মোটেও ভাল নয়। নিউইয়র্কে এখন তাঁর চিকিৎসা হচ্ছে। টুইটারে সোনালি বেন্দ্রের এই খবর জানতে পেরে বলিউডের অনেকেই তাঁকে বার্তা পাঠিয়েছেন। এই তালিকায় আছেন মাধুরী দীক্ষিত, অনুপম খের, অনিল কাপুর, ঋষি কাপুর, করণ জোহর, রিতেশ দেশমুখ, নেহা ধুপিয়া, অর্জুন কাপুর, ফারাহ খান, রিচা চাঢা, বিবেক ওবেরয়, মনীশ মালহোত্রা, সন্দীপ খোসলা, রাম কমল মুখোপাধ্যায়, রীতেশ পিল্লাই, সোনম কাপুরসহ অনেকে। তাঁরা প্রত্যেকেই সোনালি বেন্দ্রের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁকে ক্যান্সারের সঙ্গে লড়াই করার শক্তি যুগিয়েছেন। তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভক্ত, শুভাকাক্সক্ষী আর সহকর্মীদের কাছ থেকে এমন অসংখ্য বার্তা প্রতিদিন পাচ্ছেন সোনালি বেন্দ্রে। এক সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিট হলিউডের বিখ্যাত পরিচালক কুয়েনটিন টারান্টিনোর নতুন সিনেমার নাম ঘোষণা করা হয়েছে আরও আগেই। তবে এবার পাওয়া গেল এই সিনেমার ফার্স্ট লুকও। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও তার ইন্সটাগ্রাম থেকে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে ১৯৬০ এর দশকের আমেরিকান কস্টিউম পরা অবস্থায় দেখা যায় তাঁকে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়, লিওনার্দো ও ব্র্যাড পিট অভিনীত ছবিটি পরিচালনা করছেন নির্মাতা কোয়েন্টিন টারানটিনো। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে অপরাধ ও থিলারধর্মী ছবি। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ নামক এই সিনেমার শূটিং শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিনেমায় ডিক্যাপ্রিওর চরিত্রের নাম রিক ডাল্টনÑ ১৯৬৯ সালে হলিউডের এক ওয়েস্টার্ন টিভি সিরিজে অভিনয় করা একজন অভিনেতা। টিভি সিরিজে অভিনয়ের পর তখনকার হলিউডের মূলধারায় ঢোকার জন্য সংগ্রাম করছেন রিক। রিকের সঙ্গে বহু দিন ধরে কাজ করছেন স্টান্ট ডাবল ক্লিফ বুথ। এই ক্লিফের চরিত্রে অভিনয় করছেন ব্র্যাড পিট। এই নতুন প্রজেক্টকে টারান্টিনো তাঁর সবচেয়ে বিখ্যাত সিনেমা ‘পাল্প ফিকশন’ (১৯৯৪) এর সঙ্গে তুলনা করছেন, যেখানে অনেকগুলো বিচ্ছিন্ন চরিত্রের বহুমুখী ঘটনা ধীরে ধীরে একসঙ্গে মিলিত হয়। তাই চরিত্রদের বিস্তৃত পরিধি তৈরি করতে নতুন এ সিনেমায় অভিনেতাদের তালিকাটিও বিশাল ও বৈচিত্র্যপূর্ণ। টারান্টিনোর সিনেমাগুলোর নিয়মিত অভিনেতা টিম রথ ও মাইকেল ম্যাডসেন ছাড়াও থাকছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মারগট রবি, যিনি অভিনয় করবেন অভিনেত্রী শ্যারন টেইটের চরিত্রে। রিক আর ক্লিফের চরিত্র কাল্পনিক হলেও সিনেমায় দেখা যাবে, রিকের পাশের বাসায় থাকেন শ্যারন টেইটÑ যিনি সেই সময় পরিচালক রোমান পোলানস্কির স্ত্রী ছিলেন। খুনীদের সঙ্ঘ ‘ম্যানসন ফ্যামিলির হাতে ১৯৬৯ সালের আগস্ট মাসে খুন হন টেইট। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে ২০১৯ সালের আগস্ট মাসে সিনেমাটি মুক্তি দেয়া হবে। তাই সিনেমার মূল কাহিনীর একটি বড় অংশে এ হত্যাকাণ্ড থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও অভিনেতাদের তালিকায় রয়েছেন আল পাচিনো, বার্ট রেনোল্ডস, ড্যাকোটা ফ্যানিং, টিমোথি অলিফ্যান্ট, ডেমিয়েন লুইস প্রমুখ। পারিশ্রমিক বাড়াচ্ছেন তাপসী পান্নু ২০১০ সালের ঝুম্মান্ডি নাডাম তেলুগু চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটান তাপসী পান্নু। এরপর তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন যেমন, আদুকালাম, ভাস্তাধু না রাজু এবং মি. পারফেক্ট। তার তামিল আদুকালাম চলচ্চিত্র ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়ে। তিনি এছাড়াও একটি মালয়ালম চলচ্চিত্রে কাজ করেছেন এবং তিনটি তেলুগু এবং হিন্দী চলচ্চিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হন। আরম্ভাম (২০১৩) তামিল চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ২০১৪ এডিসন পুরস্কার অনুষ্ঠানে সর্বাধিক অত্যুৎসাহী সঞ্চালক-নারী পুরস্কার জেতেন। ২০১৫ সালে, তিনি সামালোচকীয় এবং বাণিজ্যিকভাবে সফল বেবি চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০১৬ সালে ‘পিঙ্ক’-এ নজর কেড়েছিলেন ধারালো সেই মেয়ে। তার পর ‘নাম শাবানা’ হোক বা ‘জড়ূুয়া ২’-তাঁর অভিনয়ের দক্ষতা চোখে পড়েছে দর্শকদের। তিনি তাপসী পান্নু। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলা অভিনেত্রী এ বার নাকি পারিশ্রমিক বাড়ালেন। কিন্তু তার নেপথ্যে রয়েছে এক অদ্ভুত কারণ! বলিউডে অভিনয়ের আগে তামিল, তেলুগু ছবিতে বহু কাজ করেছেন তাপসী। সেখান থেকে বলি মহলে জায়গা করে নিয়েছেন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সম্প্রতি নিজের পারিশ্রমিক নাকি কয়েকগুণ বাড়িয়েছেন অভিনেত্রী। তার মতে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর প্রবল জনপ্রিয়তা ছিল। সেই দর্শক তাঁর হিন্দি ছবিও দেখেন। ফলে পরোক্ষভাবে বলিউডেরই আয় বাড়িয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি প্রত্যেক ছবির জন্য যে পারিশ্রমিক পান, বলিউডে অন্তত সেটুকু তাঁর পাওয়া উচিত। এতদিন ছবি পিছু নাকি ৭৫ লাখ টাকা পারিশ্রমিক নিতেন তিনি। এখন তা এক লাফে অনেকটাই বাড়োতে চাইছেন বলে শোনা যাচ্ছে। তবে সত্যিই এই নির্দিষ্ট কারণে পারিশ্রমিক বাড়াচ্ছেন কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী। এর আগে বলিউডের বেতন বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপসী। ‘যদি যোগ্যতা থাকে আমি আমার পুরুষ সহকর্মীদের সমান বেতন পেতেই পছন্দ করব’ স্পষ্ট ভাষায় আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে শুধু বলিউড নয়। বিভিন্ন পেশাতেই এই বৈষম্য রয়েছে বলে মনে করেন তিনি। তবে তাপসী একা নন। নারী-পুরুষের বেতন বৈষম্য নিয়ে বলিউডে এর আগে অনেক অভিনেত্রীই মুখ খুলেছিলেন। সেই সমস্যার সমাধান হলো না, বলেই কি নিজের মতো বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন তাপসী?
×