ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে পতিতালয়ে বিক্রি

সাতক্ষীরায় স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:১০, ১২ জুলাই ২০১৮

সাতক্ষীরায় স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ স্ত্রীকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রির দায়ে সাতক্ষীরায় স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের আব্দুল আজিজের ছেলে তঞ্জুরুল ইসলাম বাবু ও আমের আলী সরদারের ছেলে শওকত হোসেন। এ মামলার অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। জানা যায়, সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের আব্দুল আজিজের ছেলে তঞ্জুরুল ইসলাম বাবু তার স্ত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে এক লাখ টাকার বিনিময়ে ২০০৫ সালের ২৫ আগস্ট স্থানীয় শওকত হোসেন, মক্ষী রানী সুন্দরী ওরফে ময়না, আব্দুল গফুর ও সাগর মাতবরের সহযোগিতায় ভারতের একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। পরে সে পালিয়ে দেশে ফিরে আসে। এ ঘটনায় তার খালু আতিয়ার রহমান গাজী বাদী হয়ে থানায় পাঁচজনের নামে মামলা দায়ের করেন। কুমিল্লায় কলেজ ছাত্র খুন ॥ গ্রেফতার এক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ জুলাই ॥ কলেজছাত্র শিহাব উদ্দিন অন্তু (২০) খুনের ঘটনায় বুধবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা হুমায়ুন কবির ভুঁইয়া। মামলায় একজনকে এজাহার নামীয় ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ এজাহারনামীয় আসামি রাকিব ওরফে লিমনকে (২২) গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর ধর্মসাগর পাড় এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র অন্তু জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের হুমায়ুন কবির ভুঁইয়ার ছেলে এবং তিনি নগরীর অজিত গুহ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। জানা যায়, অন্তুর বাবা-মা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকেন। অন্তু প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর ধর্মসাগর পাড়ের নগর উদ্যানে গান গাইতে যান। এ সময় দুর্বৃত্তরা তার পায়ে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তার রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×