ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৩০ জন জেলহাজতে

প্রকাশিত: ০৭:১০, ১২ জুলাই ২০১৮

যুবলীগ নেতা হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৩০ জন জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ জুলাই ॥ ফরিদপুরে একটি হত্যা মামলার আসামি সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩০ জনকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলালউদ্দিন এ আদেশ দেন। জানা গেছে, নব্য আওয়ামী লীগার সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ওই ৩০ জন লিটন আলম (৩২) হত্যা মামলার আসামি। নিহত লিটন আলম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল আলি মাতুব্বরের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন। ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০০৮ সালের ২১ মার্চ সকাল ৯টার দিকে ওষুধ আনার জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ইউসুফদিয়া গ্রামের হাই মাতুব্বরের বাড়ির সামনে লিটনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন লিটনের ভাই শাহ আলম বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার সাহা ওয়াহিদুজ্জামানসহ ৩৩ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।
×