ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে সড়কের গাছ উজাড়

প্রকাশিত: ০৭:০৯, ১২ জুলাই ২০১৮

কুড়িগ্রামে সড়কের গাছ উজাড়

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বন বিভাগের অনুমতি ছাড়াই রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পাখিউড়া সেতুর পশ্চিম পাশে সড়কের গাছ উজাড় হচ্ছে। বুধবার দুপুরে উপজেলার পাখিউড়া সেতুর পশ্চিম পাশে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সামনে কিছু শ্রমিক সরকারী রাস্তার বেশ কিছু বড় ইউকেলিপটাস গাছ কাটছে। এর মূল্য লক্ষাধিক টাকা। বনায়নকৃত গাছের উপকারভোগী শাহ আলম বলেন, পূর্ব পাখিউড়া সেতু হতে পশ্চিম দিকে খেদাইমারী পর্যন্ত ২কি.মি. রাস্তায় ২হাজার বনজ, ফলদ ও ওষুধি গাছ রোপণ করা হয়। এ রাস্তায় আমরা ১৫ উপকারভোগী সদস্য আছি। আমাদের না জানিয়ে রাস্তার কাজের কথা বলে মাঝে মাঝে ইউপি সদস্য ও প্রভাবশালীরা গাছ কেটে নেয়। রাস্তার অর্ধেক গাছ এভাবে তারা নিয়েছে। সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক উপকারভোগী সদস্যরা ৫৫ শতাংশ গাছের মালিক। রৌমারী উপজেলা বন বিভাগের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। রাস্তাটিতে বন বিভাগ থেকে গাছগুলো রোপণ করা হয়েছে। আমরা কোন গাছ কাটার অনুমতি দেইনি। অফিস থেকে লোক পাঠাচ্ছি উপকারভোগী সদস্যদের সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় বলেন, রাস্তার কাজ করা হবে। এজন্য গাছ কর্তনের অনুমতি দেয়া হয়েছে। কর্তনকৃত গাছ নিলামে বিক্রি করা হবে।
×