ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৭:০৯, ১২ জুলাই ২০১৮

ঠাকুরগাঁওয়ে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ জুলাই ॥ চলতি বছর উত্তীর্ণ বিবিএ শিক্ষার্থীদের নিয়মিত এমবিএ নিশ্চিতকরণ, সিএসই ও এগ্রিকালচার অনুষদের নিয়মিত মাস্টার্স নিশ্চিত করণসহ ৪ দফা দাবিতে বুধবার বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে দিনাজপুরের হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অনার্স পরীক্ষায় উত্তীর্ণ ও অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থী। কলেজ সূত্রে জানা যায়, ২০১৪ সালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একমাত্র অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে অনার্স কোর্স খোলা হলে ৭০ শিক্ষার্থী ভর্তি হলেও বতর্মানে ৬১ জন রয়েছে । শিক্ষার্থীরা ৪ বছর মেয়াদী বিবিএ সম্পন্ন করে। চলতি মাসের ২৫ তারিখে নিয়মিত এমবিএ ভর্তির জন্য শিক্ষার্থীরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রূপালী ব্যাংক এ্যাকাউন্টে ৭শ’ টাকা জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করেন এবং ভর্তি ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ফরম জমা না নেয়ায় শিক্ষার্থীরা হতাশ হয়ে কলেজে ফিরে অধ্যক্ষের কাছে সমাধান চান। অধ্যক্ষ ড. তৈয়বা খাতুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করতে ব্যর্থ হলে শিক্ষার্থীরা গত ২৭ জুন কলজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এবং শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি ভাংচুর এবং অবরুদ্ধ থাকা বিল্ডিংয়ের সামনে আগুন দেয়।
×