ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

শিক্ষকসহ নিহত ১২

প্রকাশিত: ০৭:০৮, ১২ জুলাই ২০১৮

শিক্ষকসহ নিহত ১২

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুরে তিন, কক্সবাজার ও রূপগঞ্জে দুজন করে চারজন, চট্টগ্রাম, সীতাকু-, ফরিদপুর, দিনাজপুর ও জয়পুরহাটে একজন করে নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর গাজীপুরে বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত রমিজ উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৩০), বরিশাল সদর উপজেলার চানপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে রাজিব সিকদার মোহন (২৮) এবং ময়মনসিংহের নান্দাইল থানার নয়াপাড়া এলাকার আব্দুল বাছেদের স্ত্রী আছিয়া খাতুন ( ৩০)। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মাওনা উড়াল সেতুর প্রবেশমুখ দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল মোহন। এ সময় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোহন মারা যায়। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে, একই উপজেলার কর্ণপুর বড়দীঘি এলাকায় শ্রীপুরÑগোসিংগা সড়ক পার হওয়ার সময় হাজেরা খাতুনকে একটি অটোরিক্সা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাজেরা খাতুন মারা যায়। অপরদিকে কাপাসিয়া থানার এসআই শাহীন জানান, গাজীপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় ফাইভ স্টার পোশাক কারখানায় চাকরি করত আছিয়া খাতুন। বুধবার সে সিএনজি চালিত অটোরিক্সায় কাপাসিয়ার টোক এলাকার দিকে যাচ্ছিল। পথে উজলী দীঘিরপাড় এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আছিয়া খাতুন নিহত হয়। কক্সবাজার চকরিয়ার খুটাখালী ফুলছড়ি দরহাগেট এলাকায় যাত্রীবাহী চেয়ার কোচ স্টার লাইন ও নোয়াহ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক লিটন ও সাইদুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় গাড়ির ১০ যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্য মুমূর্ষু অবস্থায় বাবু নামে একজনকে মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত লিটন (২৮) যশোর সদর চাঁওড়া পাগলাদার গ্রামের মতিউর রহমানের পুত্র। সাইদুল (৩০) একই এলাকার সংকরপুর এলাকার মোকাচ্ছেদের পুত্র এবং আহত বাবু আশঙ্কাজনক বলে জানা গেছে। মালুমঘাট হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ ও গাড়ি দুটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী মেম্বার জসিম উদ্দীন বলেন, সকাল সাড়ে ৯টায় ফুলছড়ি দরগাগেট এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী স্টার লাইন চেয়ার কোচের সঙ্গে কক্সবাজারমুখী নোয়াহ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নোয়াহ চালকসহ ২ জন নিহত হয়েছে। রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপটির মালিক ও চালক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পটুয়াখালী জেলার সোরাদিয়া দুমকি থানার উত্তর সোরাদিয়ার সাইজউদ্দিনের ছেলে ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার আব্দুর রহমানের ছেলে আবিদ হাসান। কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আলম জানান, বুধবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়ায় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে একটি মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির মালিক মিজানুর রহমান ও চালক আবিত হাসানের মৃত্যু হয়। চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় বাসের ধাক্কায় এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ খোকনের (৪৫) বাড়ি নোয়াখালী জেলার হাজীপুরে। মঙ্গলবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মইজ্যারটেক এলাকায় রাতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন খোকন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকু- সীতাকু-ে বাসচাপায় বাড়বকু- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরোদ বরণ নাথ (৮৫) নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম সড়কের বাড়বকু- বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম উত্তরজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ভবতোষ নাথের পিতা। তার বাড়ি বাড়বকু-ের দক্ষিণ মাহামুদাবাদ নাথপাড়ায়। জানা যায়,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বারৈয়ারহাটমুখী উত্তরা পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের বাড়বকু- বাজার এলাকা অতিক্রমকালে রাস্তা পার হওয়া বয়োবৃদ্ধ শিক্ষককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশীক মোল্লা (২৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে ফরিদপুর জুট ফাইবার্সের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি কানাইপুরের লক্ষ্মীপুর গ্রামের তোতা মোল্লার ছেলে। নিহত আশীক ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। যশোর থেকে ফরিদপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আশীককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দিনাজপুর হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু রুহুল আমিন (২২)। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত রবিউল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় জাম্বুবান গ্রামের আলহাজ ইদ্রিস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে রবিউল মোটর সাইকেলে হিলি থেকে বিরামপুর যাওয়ার পথে ডাঙ্গাপাড়ায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়পুরহাট জয়পুরহাটে অটোর ধাক্কায় সিরাজ উদ্দিন (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার শহরের বাটারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ উদ্দিন উপজেলার পালি গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, দুপুরে শহরের বাটার মোড় এলাকায় সিরাজ উদ্দিন রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটো তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
×