ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ি নিহত ॥ আটক ১

প্রকাশিত: ০৭:০৭, ১২ জুলাই ২০১৮

সুন্দরগঞ্জে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ি নিহত ॥ আটক ১

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ জুলাই ॥ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় ডাকুয়াটারী গ্রামে মঙ্গলরাব রাতে পারিবারিক কলহের জের ধরে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ি মাকসুদা বেগম (৪০) নিহত হয়েছে। পুলিশ অভিযুক্ত পুত্রবধূকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে তার পুত্রবধূ শরিফা বেগমের ঝগড়া বিবাদ চলে আসছিল। মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। এর জের ধরে ওইদিন রাতে ঝগড়ায় শরিফা বেগম লাঠি দিয়ে শাশুড়ি মাকসুদার পেটে জোরে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মণিরামপুরে বন্দুক যুদ্ধে যুবক নিহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। তার নাম বাবলা মোড়ল (২৬)। বাড়ি যশোর সদরের হাসিমপুর গ্রামে। সে ওই গ্রামের আমজাদ হোসেন মোড়লের ছেলে। বুধবার ভোর ছয়টার দিকে থানা পুলিশ যশোর-রাজগঞ্জ সড়কের গাঙ্গুলিয়া জামতলা-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গুলিতে লাশের মাথার খুলি উড়ে গেছে। পুলিশ পড়ে থাকা মরদেহের ডান হাতের ওপর থেকে একটি পাইপগান, একজোড়া চামড়ার স্যান্ডেল এবং মাঠের মধ্য থেকে একটি মাফলার উদ্ধারের দাবি করেছে। মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই তোবারক আলী বলেন, ভোর পৌনে চারটার দিকে গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে পাকা রাস্তার ওপর গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখা গেছে। ওইসময় ঘটনাস্থলে অন্য কাউকে পাওয়া যায়নি। এসআই তোবারক বলেন, ওই স্থানে মাসখানেক আগে বাস ডাকাতির ঘটনা ঘটেছে।
×