ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির পিতার মৃত্যুতে দোয়া

প্রকাশিত: ০৭:০৪, ১২ জুলাই ২০১৮

প্রধান বিচারপতির পিতার মৃত্যুতে দোয়া

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, প্রত্যেক সন্তানের কাছেই তার পিতার মৃত্যু অনেক কষ্টের বিষয়। পিতা বেশি বয়সে মারা গেলেও সন্তানের জন্য তা অনেক কষ্টের। সদ্য প্রয়াত আইনজীবী সৈয়দ মোস্তফা আলীর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বুধবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি এর আয়োজন করে। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মোস্তফা আলী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা। ২৬ জুন তিনি ইন্তেকাল করেন। প্রধান বিচারপতি বলেন, পিতা আমার শিক্ষক ছিলেন। তিনি আমার গাইড। পিতাকে হারিয়ে আমার মনে হয় মাথার ওপরে যে ছায়া ছিল তা নেই।
×