ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা দরকার ॥ মার্সিয়া বার্নিকাট

প্রকাশিত: ০৭:০০, ১২ জুলাই ২০১৮

বাংলাদেশে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা দরকার ॥ মার্সিয়া বার্নিকাট

অর্থনৈতিকে রিপোর্টার ॥ বাংলাদেশে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা দরকার বলে মনে করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গতবছর বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর পরিমাণ ২৩ শতাংশ। আমরা ব্যবসায়ীদের এখানে আনার ব্যবস্থা করেছি। এখন তাদের ধরে রাখার দায়িত্ব বাংলাদেশের। আমি ব্যবসায়ী কমিউনিটিকে একসঙ্গে কাজ করা আহ্বান জানাই। যখন বিদেশী বিনিয়োগকারীর সঙ্গে ডিল হবে তখন যেন সবার জন্য সমান লেবেল প্লেইং ব্যবস্থা থাকে। আইবিএফবি এর বিদায়ী সভাপতি হাফিজুর রহমান খান বলেন, বিজনেস টু বিজনেস সম্পর্ক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইবিএফবি। আইবিএফবির প্রেসিডেন্ট হাফিজুর রহমান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ড. মুজিব উদ্দিন আহমেদ প্রমুখ। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ১৩তম বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। আইবিএফবি সভাপতি হিসেবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ এবং এম এস সিদ্দিকী ও লুতফুন্নিসা সৌদিয়া খান যথাক্রমে সহ-সভাপতি এবং সহ-সভাপতি (অর্থ) হিসেবে নির্বাচিত করা হয়েছ। এ ছাড়াও ড. মোঃ আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ এবং ইঞ্জিনিয়ার রাজিব হায়দার, আইবিএফবি’র পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হন। উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, ইউনাইটেড বিনিয়োগ এ্যান্ড ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফখরুদ্দিনকেও পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।
×