ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সায়হাম টেক্সটাইলের দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৬:৫৯, ১২ জুলাই ২০১৮

সায়হাম টেক্সটাইলের দরবৃদ্ধির কোন কারণ নেই

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সায়হাম টেক্সটাইলের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ২ থেকে ৯ জুলাই পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ১৮.৯০ টাকা থেকে বেড়ে ২৩.১০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ পাঁচ দিনে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ২২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিসের জবাবে গত ৯ জুলাই কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা লাইফ পুঁজিবাজারে তালিকাভুুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডেল্টা লাইফ মঙ্গলবার বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ পাঠিয়েছে। আর যাদের কাগজে শেয়ার, তাদের কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে বলা হয়েছে। উল্লেখ্য, ডেল্টা লাইফ ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×