ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বিলসহ দুটি বিল পাস

প্রকাশিত: ০৬:২৭, ১২ জুলাই ২০১৮

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বিলসহ দুটি বিল পাস

সংসদ রিপোর্টার ॥ সাংবাদিকতা বিষয়ে পেশাগত প্রশিক্ষণ, সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রী কোর্স পরিচালনা, গবেষণা ও প্রকাশনা, সম্মাননা প্রদান এবং সাংবাদিকতা পেশার উন্নয়ন ও সমৃদ্ধি এবং যুগোপযোগী করতে আনীত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বিল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এছাড়া সংসদে বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০১৮ নামে অপর একটি বিলও কণ্ঠভোটে পাস হয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদে বিলটি পাসের ক্ষেত্রে বিরোধীদল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের আনীত জনমত যাচাই বাছাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিল ॥ বিদ্যুত ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৮ বিল সংসদে পাস হয়েছে। বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের ফলে আলোচ্য আইনটি ৮ বছরের পরিবর্তে ১১ বছর মেয়াদ বাড়ানো হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুত ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর মেয়াদ আগামী ১১ অক্টোবর শেষ হবে। দেশের বিদ্যুত ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের স্বার্থে লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুত ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আলোচ্য আইনের মেয়াদ বৃদ্ধি করা আবশ্যক। এ জন্যই বিলটি আনা হয়েছে।
×