ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাওরান বাজারের হাসিনা মার্কেটে আগুন

প্রকাশিত: ০৬:২৭, ১২ জুলাই ২০১৮

কাওরান বাজারের হাসিনা মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরানবাজারের হাসিনা মার্কেটে আগুন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই কয়েদী, মিরপুরে কীটনাশক খেয়ে এক শিশু ও তেজগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় আরও এক শিশুর মৃত্যু এবং র‌্যাবের অভিযানে প্রায় সাত হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীর গ্রেফতারের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনে দু’তলা কাঁচা বাজারের টিনশেড কয়েকটি ঘর পুড়ে যায়। তাদের ৯টি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে মার্কেটটিতে চারবার আগুন লেগেছিল। ঢামেকে দুই কয়েদির মৃত্যু ॥ বুধবার সকাল আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নাদিম (৪৮) ও ওহির উদ্দিন (৫৮) নামে খুনের মামলার দুই সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। তাদের মঙ্গলবার ভর্তি করা হয়েছিল। মিরপুরে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু ॥ মিরপুর-১ এর শাহআলী থানাধীন ১৪ নম্বর টিনশেড বাসায় কীটনাশক পানে আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আড়াই বছর বয়সী ইশা নামে অন্য শিশুর অবস্থাও আশঙ্কাজনক। তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাইবোন। পেশায় গার্মেন্টকর্মী আব্দুল্লাহর পিতা মোঃ শাহজাহান। মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর ॥ মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় মায়ের সামনেই বিল্লাল হোসেন শামী নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরিবারটি তেজগাঁওয়ের উত্তর বেগুনবাড়িতে থাকে। ঘটনার দিন বিল্লালকে সঙ্গে নিয়ে নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে কোচিং থেকে আনতে যাচ্ছিলেন। তার হাত ছেড়ে রাস্তা পার হতে গেলে মাইক্রোবাসের চাপায় বিল্লাল গুরুতর আহত হয়। রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ বুধবার র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন (৩০) ও হেলাল শেখ (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
×