ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের তিন বছরের কারাদ-, ২০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:২৫, ১২ জুলাই ২০১৮

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের তিন বছরের কারাদ-, ২০ লাখ টাকা জরিমানা

কোর্ট রিপোর্টার ॥ সম্পদের হিসাব দাখিল না করার মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের ৩ বছরের কারাদ- ও ২০ লাখ টাকা অর্থদ-ের রায় দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মোঃ আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। কারাগারে থাকা জেসমিন ইসলামকে রায় ঘোষণা উপলক্ষে আদালতে হাজির করা হয়েছিল। জেসমিন ইসলাম হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী। তারা উভয়ই হলমার্কের ঋণ কেলেঙ্কারি মামলার আসামি। রায়ে ৬০ দিনের মধ্যে অর্থদ-ের ২০ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে আদায় করার নির্দেশ দেয়া হয়েছে। মামলাটিতে আদালত ৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলা পরিচালনা করেন।
×