ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার পাঁচ রাজাকারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৮ আগস্ট

প্রকাশিত: ০৬:২৪, ১২ জুলাই ২০১৮

গাইবান্ধার পাঁচ রাজাকারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৮ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধা সদর উপজেলার আব্দুল জব্বার ম-লসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৮ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার মামলার দিন থাকলেও প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বুধবার এ আদেশ প্রদান করেছে। এ মামলায় ৬ আসামি থাকলেও আসামি মোঃ আজগর আলী খান মারা যাওয়ার পর বর্তমান পাঁচ জন আসামি রয়েছেন। অন্য আসামিরা হলেন, মোঃ আব্দুল জব্বার ম-ল (৮৬), তার ছেলে মোঃ জাছিজার রহমান ওরফে খোকা (৬৪), মোঃ আব্দুল ওয়াহেদ ম-ল (৬২), মোঃ মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ (৬৮), মোঃ রনজু মিয়া (৫৯)। আসামিদের মধ্যে রনজু মিয়া বাদে বাকি সবাই পলাতক।
×