ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশ ইনস্পেক্টর ইমরান হত্যায় একজন রিমান্ডে

প্রকাশিত: ০৬:২০, ১২ জুলাই ২০১৮

পুলিশ ইনস্পেক্টর ইমরান হত্যায় একজন রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ পুলিশের বিশেষ শাখায় কর্মরত ইনস্পেক্টর মোঃ মামুন ইমরান খান হত্যা মামলায় গ্রেফতার রহমত উল্লাহর (৩৫) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মোঃ সাইফুজ্জামান হিরো এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ইনস্পেক্টর শেখ মাহবুবুর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। মঙ্গলবার দক্ষিণখান থানার আশকোনা হতে রহমত উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। গত ১০ জুলাই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার উলখোলার বাইরদিয়ায় রাস্তার পাশে বাঁশের ঝোপে ইনস্পেক্টর মোঃ মামুন ইমরান খানের লাশ পাওয়া যায়। লাশটি পেট্রোলবোমা দিয়ে পোড়ানো ছিল। এরপর নিহতের ভাই মোঃ জাহাঙ্গীর আলম খান ১০ জুলাই বনানী থানায় হত্যা মামলা করেন।
×