ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৃৎপাত্রে লেখা ওডিসির খোঁজ

প্রকাশিত: ০৬:১৩, ১২ জুলাই ২০১৮

মৃৎপাত্রে লেখা ওডিসির খোঁজ

মহাকবি হোমারের অমর সৃষ্টি ওডিসির একটি অংশের খোঁজ মিলেছে। অলিম্পিক শহরের ধ্বংসপ্রাপ্ত একটি ইহুদী উপাসনালয়ে মাটির পাত্রে লেখা ওডিসির একটি অংশ পাওয়া যায়। ওই মাটির পাত্রে রোমান যুগের তারিখ লেখা আছে। সম্প্রতি পাওয়া এই অংশটিকে হোমারের লেখা ওডিসির সবচেয়ে পুরাতন কপি বলে মনে করা হচ্ছে। গ্রীসের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সম্প্রতি এই তথ্য প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই পাত্রে ওডিসি মহাকাব্যের মোট ১৩টি শ্লোক পাওয়া গেছে। এতে ট্রয় নগরীর পতনের পর বীর ওডিসির ওই শহরে অভিযানের বীরত্বগাথা ফুটে উঠেছে। এই কবিতাটি হোমার সম্ভবত খ্রিস্টপূর্ব ৮ শতকে লিখেছিলেন। এই মহাকাব্যটি পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করার আগে কয়েক শ’ বছর মানুষের মুখে মুখে ছিল। তবে এই আবিষ্কার নিয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন আছে বলে জানান গ্রীসের সংস্কৃতিমন্ত্রী। এই আবিষ্কারের প্রতœতাত্ত্বিক, লিপিবিদ্যা, সাহিত্য ও ঐতিহাসিকভাবে অনেক মূল্যবান। ওই মন্ত্রী আরও বলেন, এটি শীঘ্রই প্রদর্শন করা হবে। তবে ওই মৃৎপাত্র থেকে প্রকৃত লেখা উদ্ধারে অন্তত তিন বছর সময় লাগতে পারে বলে তিনি জানান। সম্প্রতি গ্রীস ও জামার্নির কয়েকজন বিজ্ঞানী এটির খোঁজ পান। -বিবিসি অবলম্বনে।
×