ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরের উদ্যোক্তাদের পাঁচ শ’ একর জমি দেয়া হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:১১, ১২ জুলাই ২০১৮

সিঙ্গাপুরের উদ্যোক্তাদের পাঁচ শ’ একর জমি দেয়া  হবে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য সিঙ্গাপুরের উদ্যোক্তাদের ৫০০ একর জমি বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সিঙ্গাপুরের বিনিয়োগ আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে এই জমি বরাদ্দ দেয়া হবে। তবে ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জমি বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, বিদ্যুত ও জ্বালানি এবং আবাসন খাতে বিনিয়োগ করতে বেশি আগ্রহের কথা জানিয়েছেন। বুধবার ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে সফররত সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সিঙ্গাপুর ইন্ডিয়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সফররত বিজনেস ডেলিগেশনের ডেপুটি চীফ প্রসুন মুখার্জীর নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মোহা. শহিদুজ্জামান, ফেডারেশনের এ্যাসিস্ট্যাটন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর কোডি লি, ডিরেক্টর আলান টান, এ্যাসিস্ট্যাটেন্ট ম্যানেজার মার্ক ইয়ো, সিঙ্গাপুরের বিএফএন ফুডস লি. এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ বাবুল আক্তারসহ প্রতিনিধিদলের অন্য সদস্য। বাণিজ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিঙ্গাপুর বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু ও ব্যবসায়ীক অংশীদার। সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের চলমান বাণিজ্য চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি বলেন, আগামী দিনগুলোতে বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এখন বাংলাদেশের দেড়শর বেশি কোম্পানি সিঙ্গাপুরে বাণিজ্য করছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ব্যবসায়ীরা ৭-১৩ জুলাই বাংলাদেশ সফর করছেন।
×